মুন্সিগঞ্জে ট্রলারডুবিতে নিখোঁজ পাঁচজনের মধ্যে সাংবাদিকসহ তিনজনের লাশ উদ্ধার হয়েছে। আজ শনিবার বেলা দেড়টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার রাতে সিরাজদিখান উপজেলার টেঙ্গুরিয়াপাড়া এলাকায় ইছামতী নদীতে বালুবাহী একটি ট্রলারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী ওই ট্রলারটি ডুবে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাঁদের লাশ উদ্ধার করা হয়েছে তাঁরা হলেন, ‘বাংলাদেশ সময়’-এর স্টাফ রিপোর্টার মহিউদ্দিন ছোটন (২৮), শহীদুল ইসলাম আজাদ (৩৮) ও কনক (৩৮)। নিখোঁজ আরও একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন ওয়াহিদ ইমরান। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, ডুবুরিদল বাকিদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। ট্রলারটি উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, যাত্রীবাহী ট্রলারটি অর্ধশত যাত্রী নিয়ে সিরাজদিখানের দোসরপাড়ায় লালনমেলায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



