আজ বুধবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির উদ্যোগে ‘গণতন্ত্র দিবস’ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এরশাদ এ কথা বলেন।
সভায় বলা হয়, ১৯৮৬ সালের ১০ নভেম্বর তত্কালীন রাষ্ট্রপতি হিসেবে এইচ এম এরশাদ জাতির উদ্দেশে ভাষণ দিয়ে সামরিক আইন প্রত্যাহার করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আনুষ্ঠনিক ঘোষণা দেন। সে জন্য জাতীয় পার্টি এ দিনটিকে গণতন্ত্র দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে।
সভার শুরুতে দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার স্বাগত বক্তব্য দেন।
এরশাদ বলেন, ‘সপ্তম সংশোধনীর রায় অনুযায়ী এখন থেকে আমার শাসনামলকে স্বৈরশাসন বলা যাবে না। সপ্তম সংশোধনীর মাধ্যমে প্রমাণ হয়েছে, আমার শাসন আমলের পুরো নয় বছর সামরিক শাসন ছিল না। এর মধ্যে পাঁচ বছর ছিল গণতান্ত্রিক শাসন। আইনগতভাবেই আমার পাঁচ বছরের শাসনামলকে বৈধতা দেওয়া হয়েছে।’
সূত্রঃ প্রথম আলো

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



