
রোজ সকালে আয়নার সামনে
ঠেলেঠুলে দাঁড় করাই নিজেকে
যেন কাঠগড়ায় কোন আসামী
চোখে চোখ পড়তেই জেরা শুরু
কেমন আছো ?
অভ্যাস বশত বেরিয়ে আসে
আলহামদুলিল্লাহ
পরক্ষণেই উচ্চারিত হয়
সত্যি !
ঠিক থাকে না তখন কিছুই
মনে হয় চারপাশে বিশাল জলরাশি
ডুবে ভিজে গলে
ফের প্রশ্ন করি
স্রষ্টা কোথায় তুমি ?
সাওয়াল নেই
জবাব নেই
ব্যাস জেরা খতম
ঠোঁটে বিজয়ের হাসি
আহ ! শান্তি।
গলির টং থেকে ভেসে আসে হুল্লোড়
রাজনৈতিক কথোপকথন
ডিম পোচ, পরোটা, দুধ চিনির চা
মানুষের গরম নিঃশ্বাস, ডিজেল পোড়া বাতাস
সকল যানে নানান কিসিমের প্যাসেঞ্জার
বাহ কতো আয়োজন !
কদাচিৎ আসি ছাদে
মাগনা রোদ লাগাই
আসলে রোদই আমারে লাগায় !
দড়িতে ঝুলন্ত
মানুষের পোষাক
জানি না কত কার মাপ ?
ফিক্সড সাড়ে তিন হাত !
রাত দ্বিপ্রহরে শুনশান গলি
সাঁতরে ফিরে কিছু স্মৃতি
মূঠোফোনে পুরনো সেই গান
নতুন নতুন আশা
আরো একটা ভোর
আরো কিছু হাসি কান্না
ধুলো মাখা চেনা সংগ্রাম
নত শিরে ছুটে মরা।
আংগুলের চিপায় বিড়ির আগুন
নিয়ন পোড়াতে পোড়াতে
নাইট গার্ড ঝিমায়
রাত জাগে না প্যাঁচার মতন ।
ঘড়ির কাঁটার ঠকঠক
খাটের ক্যাচক্যাচ
চার ঠোঁটে চুক চুক
হা হা হা
সেই আছি মাদারচোদ !
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



