
সবাই প্রেম করতে জানে না।
প্রেমের নামে ভান
বাজারে খুব ভালো এর মান !
সে তো আছে জানা
আসলে প্রেম করছে ক'জনা?
এদের সংখ্যা আংগুল গোনা দুই চার পাঁচ।
যে নারীমুখ নিয়ে আসে সুখ
সেই একই নারী চিরতরে দেয় দুখ
আমি দুখের সনে কথা কই
সুখের সনে ?
চেষ্টা করি
ধরতে গেলে কোথায় যেন হারায়
অনেকটা চেনা গাঙে ঢেউ।
সবাই ফুল ফুটাতে আসেনা হৃদয়ে
কেউ কেউ আসে
যাদের আমরা তেমন চিনি না জানি না
এদের সংখ্যা
ঐ আগুল গোনা দুই চার পাঁচ।
খেয়াল করে দেখলাম,
প্রেম নামক ব্যাপারটা
কুয়াসায় টুপ করে হারিয়ে যাওয়া
চাঁদর, মাফলার, টুপির মতো হয়ে গেছে।
এরপর যা শালা!
এতো জলদি ফুরিয়ে গেলো!
যেমনটা আয়ু ফুরায়
যেমনটা ফুরিয়ে যাচ্ছি আমি, তুমি
শুকিয়ে যাচ্ছে খরস্রোতা নদী।
প্রেম ঢুকে গেছে
গানে, কবিতায়, ক্যামেরার রীলে
টেনেহিঁচড়ে আর আনা যাচ্ছে না ঘরে
নামানো যাচ্ছে না সড়কে
দেখতে পাচ্ছি না
এমনকি সংবিধান গনতন্ত্রে !
দেহের স্বাদ সবাই নেয়
হৃদয় ছুঁতে কে আসে কাছে?
বিশেষ বিশেষ কেউ আসে
কৌশলটা ধরে রাখতে পেরেছে ক'জন ?
সহ্য করে ক'জন এ আগুন আঁচ?
ঘুরেফিরে সংখ্যা কিন্তু
সেই আংগুল গোনা দুই, চার, পাঁচ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


