
এতোকাল ধরে আমি তোমাকে নিয়ে
কবিতা লিখার চেষ্টায় আছি
তুমি যে শরৎ শশী
তোমার আমার দূরত্ব যদিও অনেক বেশী
ও নিয়ে খামাখা শুধুই ভাবছি
উভয়ের গন্তব্য এক তো নয়
সমস্ত রাস্তার কোথাও না কোথাও সমাপ্তি হয়
কবিদের বুঝি প্রেমের চেয়ে
অধিক বিরহ প্রাপ্তি হয়!
এতোকাল ধরে আমি তোমাকে নিয়ে
কবিতা লিখার চেষ্টায় আছি
ছেচল্লিশ বসন্ত যাচ্ছে হেঁটে
কদিন পর রোগব্যাধি
নানান ক্ষয়
তোমার ঠোঁট ভিজে চুমুতে
আমার এখনো শুকনো রয়।
এতোকাল ধরে আমি তোমাকে নিয়ে
কবিতা লিখার চেষ্টায় আছি
প্রেম মানে কি
শুধু যোগ বিয়োগ ভাগ?
ক্যান হয়না
এক থালায় দুজনের ডাল ভাত?
প্রেম মানে কি
শুধু আংগুল গুনে তিন কবুল?
অত:পর শরীরে শরীরে বিদ্যুৎ
ধরাশায়ী কুপোকাত !
এতোকাল ধরে আমি তোমাকে নিয়ে
কবিতা লিখার চেষ্টায় আছি
কিছুই হয়না
মিছেমিছি সময় পাড় করছি।
সন্ধ্যে হলে
পোষা প্রাণী ও ডাক শুনে
আয় তই তই
আমি কি তোমার কাছের নই?
গোটা জীবন নরকে গেল
অমন ডাক শোনা হলো কই?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


