সময়ের জানালায় দাঁড়িয়ে দেখছি
চলে যাচ্ছো তুমি
জলে ভরে উঠে আমার দুই নয়ন
কোথায় যাচ্ছো,বলোনা কেন?
বছরের পর বছর বাড়তে থাকা লোভে
প্রতিশোধ স্পৃহা জন্ম নেয় প্রকৃতির মাঝে
তাই বুঝি রেখে যাও চিহ্ন,-ঝড়ে,বৃষ্টিতে আর গলতে থাকা বরফের মাঝে
কেন রেখে যাও চিহ্ন?-সতর্কতা
আমি ছুটছি এক মরু প্রান্তরে
আর একে একে ঝরতে থাকে আমার
রক্ত
মাংস
আর হাড়
পেছনে ও কার উল্লাস ধ্বনি?-ক্রিড়ার বুঝি?
রুহীগাঁও
১৬/০৯/২০২১
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



