আমরা এমন একটি প্রার্থণায় রত,যা আমরা বিশ্বাস করিনা
তবে আচার-আচরণে আমরা,-দেবতার চরণে সবকিছু সঁপে দিয়েছি।
বিশালাকার দেবালয়ে অর্থের জৌলুস চমকায়,যেমন
চমকায় মরিচীকা মরুর নিঃসঙ্গ বুকে।
ধার্মিক ব্যক্তিগণ নিজ নিজ উচ্চ আসনে বসেন
আর শয়তানের সাথে সখ্য গড়েন প্রয়োজন মত।
প্রার্থণার সময় এটি নয়,তাই ফাঁকা প্রতিটি দেবালয়।
একটি মূর্তি,একটি শালিক আর একটি শারমেয়
পরস্পরের মধ্যে গড়ে তুলে বন্ধুত্ব,-যার কোন ভবিষ্যৎ নেই।
মহামারী আর বৈশ্বিক মন্দা ফুঁ দেয়
যুদ্ধ ব্যবসার জ্বলন্ত চুলায়।
রুহীগাঁও
২৫/০১/২০২২
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




