(১)
বহুদিন ধরে বনবাসে আছি,-এই জনারণ্যে।
এখানে কোন গানের পাখি নেই,কোন পশু নেই
এখানে সবুজ ফসলের ক্ষেত নেই
এখানে সবাই মানুষ! আমিও তাই!
আর সবার মত আমার মুখেও মুখোশ।
অন্যদের চকচকে মুখোশগুলি আমাকে কাছে টেনে নেয়
-চুম্বকের মত।
কাছে যাই।তারা হাসে।
উজ্জল আলোতে চমকায় ক্ষুরধার দন্ত,-ড্রাকুলার মত।
ভেতরে ভেতরে রক্তশূণ্য হচ্ছি,-বহুদিন ধরে।
(২)
ভাইয়েরা আমার,এবার শোন
খুলে ফেলো তোমাদের ওই রঙ্গীণ মুখোশ
সত্যিকারের দৃষ্টি ফিরিয়ে আনো তোমাদের দু’নয়নে
চিন্তার ভারী বোঝা ফেলে দাও মাটিতে।
হ্যাঁ, এবার সবাই ঘুরে দাঁড়াই
আয়নার সামনে।– অবাক হতে নেই।
রুহীগাঁও
০৪/০২/২০২২
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




