চামড়া যেন ঝলসে দিতে চায় রাগী সূর্য
পারদ যেন স্থির হয়ে আছে একটি দাগে।
আমার ভয় হিট স্ট্রোকে
তোমার ভয় হিট স্ট্রোকে,
কৃষক ধান কাটছে মনের আনন্দে।
যুদ্ধের আগুনে পুড়ছে বাণিজ্য
রাজনীতির তস্করদের শরীর বেয়ে নামছে তেল,
কৃষক ধান কাটছে মনের আনন্দে।
ধর্ম রক্ষায় কত জন প্রাণ দিতে প্রস্তুত
রুচির দুর্ভিক্ষে সংস্কৃতির শরীর হাড্ডিসার,
কৃষক ধান কাটছে,
মাড়াই করছে আর পেট ভরছে সবাই।
নাটোর
১৯/০৪/২০২৩
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




