আমরা হয়তো অতটা বুদ্ধিমান নই যতটুকু বুদ্ধিমান ভাবি নিজেদের
আমরা হয়তো ভাবিনা নিজেদের পরিবার নিয়ে,ভাবলে নিজেদের
গোপন কথা রঙ দিয়ে উজ্জল করে তুলে দিতামনা তাদের হাতে
আমাদের মেরুদন্ড হয়তো সরিসৃপের তাই ঝুঁকে যায় বার বার তাদের কাছে।
আমি তাদের কথা বলছি যারা শান্তির নামে অস্ত্র বিক্রয় করে
আমি তাদের কথা বলছি যারা সমাধিকারের নামে সমলিঙ্গের যৌনতা বিক্রয় করে
আমি তাদের কথা বলছি যারা গণমাধ্যমে মিথ্যার বেসাতি করে নির্লজ্জ ভাবে
আমি তাদের কথা বলছি যারা নিজেদের অক্ষের বাহিরে
গণতন্ত্রের নামে নিজেদের তাঁবেদার সরকার বসিয়ে দেয় দেশে দেশে।
আজ আমরা সেই দেশের সহানুভূতি পেতে উৎকুন্ঠিত
-যারা আমাদের হত্যার উদ্দেশ্যে অস্ত্র তুলে দিয়েছিল পাকিস্থানের ঘৃনিত হাতে
-যারা আমাদের বুদ্ধিজীবি হত্যাকান্ডের মদদ দাতা
-যারা আমাদের স্বাধীনতার বাধাদানকারিও।
জগৎশেঠ,রায় বল্লভ আগেও ছিল
মীরজাফর আগেও ছিল
এখনও আছে আর থাকবেও
তবে ভয় কেন?
নাটোর
২৬/০৯/২০২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


