আসুন আমরা বাঘের শরীরে গাধার মাথা স্থাপন করি
আসুন আমরা আমাদের শরীর হতে মাথা সরিয়ে ফেলি।
আসুন আমরা ধান চাষ ছেড়ে দেই
আগাছা চাষে সম্মত হই।
আসুন আমরা দেবালয় হতে দেবতা সরিয়ে ফেলি
শয়তানকে বলি –আপনারা আমাদের দেবালয়ে নিন ঠাঁই।
আসুন আপনারা যারা আমাদের পূর্বপুরুষের হত্যাকারী
আর যারা ছিলেন আমাদের নারীদের ধর্ষণকারী।
আছেন যত শিক্ষক,-বসেন ছাত্রের আসন জুড়ে
আছেন যত ছাত্র,আপনারা শ্রেণী কক্ষে পাঠ দেন বেত হাতে নিয়ে।
আছেন যত আধুনিকা,-শহরের পথে
ফিরে আসেন ঘরে,-সন্তান কোলে,রান্না ঘরে।
আসেন আমরা সকলে ভুলি আমাদের অতীত
আসেন আমরা গাই পুনঃস্থাপনের গীত।
০২/১০/২০২৪
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




