দুদিন আগে আবারো আমার ব্লগে দেখা। এবার বিপদ আরো ঘনীভূত। এই জীবনের সবচেয়ে বড় আপনজন মা গুরুতর অসূস্থ। তাঁর দুটো কিডনীই নষ্ট হয়ে গেছে। কিডনী ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, তবে যতদিন না করা যায় ততদিন সপ্তাহে দুদিন করে ডায়ালাইসিস করে যেতে হবে। কি পরিমান শারীরিক ও মানসিক যন্ত্রনার মাঝে এই মা ও ছেলের সময় কাটছে তা বলার কোন প্রয়োযন নেই। সাথে সাথে জীবনের চরম বাস্তবতা, অর্থ সংকট। এই চিকিতসা অত্যন্ত ব্যায় বহুল বলাই বাহুল্য। এই মা অনেক প্রতিকুলতার বিরুদ্ধে অনেক আশা নিয়ে মানুষ করেছিলেন ছেলে আরিফকে।
আরিফের নিজের ভাষায় শুনুনঃ
নানীর কাছে শুনেছি আমার মায়ের বয়স যখন ১২ কি ১৩ বছর তখন আমার নানা আমার মা কে বিয়ে দেন। এটা বাল্য বিবাহ ছিল। বিয়ের দের বছর পর আমার জন্ম।
আমি তখন খুব ছোট ৮ কি ৯ বছর বয়স আমার, আর আমার ছোট বোনের বয়স ২ কি ৩। তখন আমার বাবা অন্য এক মহিলাকে বিয়ে করে, এবং আমার মা কে ডিভোর্স দেয়, এর পর মা আমাদের দুই ভাই-বোনকে নিয়ে আমার নানার বাড়ি চলে আসেন। সেখানে-ই আমাদের স্কুলে ভর্তি করে দেন।কিন্তু বাবা কখনই আমাদের কোন খোজ খবর নেননি। বাবা আমাদেরকে ফেলে দিয়েছিল কিন্তু মা আমদেরকে ফেলেদেন নি। কারন- তিনি যে মা। মায়ের সাথে কি কখনও কার তুলনা হয়?! মা কি কখনও সন্তান কে ফেলতে পারে?!
২০০৬ সালে টি, আই, বি আয়োজিত কার্টুন কন্টেস্ট-এ কার্টুন পাঠানোর পর, মা কে বলেছিলাম মা আমি যদি পুরস্কার পাই তাহলে তোমাকে আমি একটা মোবাইল কিনে দেব।কারন মা থাকতো গ্রামে আর আমি তখন শহরে বড় মামার বাসায় থেকে লেখা করতাম। মা’র সাথে আমার খুব একটা যোগাযোগ হত না।
২০০৬ সালে টি, আই, বি আয়োজিত কার্টুন কন্টেস্ট-এ পুরস্কার পাওয়ার পর মা কে একটা মোবাইল কিনে দিয়েছিলাম। আমার মা এখনও সেই মোবাইলটাই ব্যবহার করে।
২০০৭ আমি তখন জেলে প্রায়-ই বাড়ি থেকে পাঠানো চিড়া বা মুড়ির ভিতর ১টা চিঠি পেতাম আমাকে লেখা মায়ের চিঠি। আমার ডিটেনশন থাকার কারনে আমার সাথে মা সহজে দেখা করতে পারতোনা। তাই মা আমাকে চিড়া বা মুড়ির ভিতর চিঠি পাঠাতো।
আমি যখন জেলে তখন আমার মা অনেক কষ্ট উপেক্ষা করে গ্রাম থেকে জীবনের প্রথম ঢাকা শহরে এসেছিলেন আমাকে এক নজর দেখতে।কিন্তু মা সেদিন আমার সাথে দেখা করতে পারেন নি।
পরে অন্য একদিন আমার চাচাতো ভাইয়ের সহযোগীতায় আবার এসেছিলেন আমাকে দেখতে, আমি সেদিন অনেক কেদেছিলাম মা কে দেখে।উপলদ্ধি করেছিলাম আমার প্রতি আমার মা এর ভালবাসার প্রখরতা।
আজ আমার মা ভীষণ অসুস্থ। তার দুটো কিডনি-ই নষ্ট হয়ে গেছে।চার দিন অ্যাপলো হসপিটালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দিয়েছি, আমি চেষ্টা করে যাচ্ছি আমার সীমিত সামর্থ্ অনুযায়ী আমার মা-এর সুচিকিৎসা করতে। ডাক্তার বলেছেন কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। কিডনি ট্রান্সপ্লান্ট করার আগ পর্যন্ত সপ্তাহে ২ বার ডায়ালাইসিস করতে হবে, সপ্তাহে ১টা করে নাভিতে ইঞ্জেকশন দিতে হবে আর নিয়মিত ঔষধ খাওয়াতে হবে।এখন-ই আমি হিমশিম খাছি, চোখের সামনে শুধুই অন্ধকার। আমি জানি না চিকিৎসা বাবদ এত টাকা পয়সা আমি কোথায় পাব?! আমি জানি না আমার মা কে সুস্থ করে তুলতে পারব কি না?! তবুও আল্লাহর উপর ভরসা আর বুকে আশা নিয়ে চেস্টা করে যাচ্ছি, চেস্টা করে যাব মা কে সুস্থ করে তুলতে। আমি যেন আমার মা কে সুস্থ করে তুলতে পারি।
আপনারা সবাই আমার মা-এর জন্য দোয়া করবেন।
আমরা অনেকেই হয়তবা বিরাট ধনী নই, তবে মুক্তমনা ও বিভিন্ন ব্লগের অংশগ্রহনকারীরা হয়ত সামান্য চেষ্টা করলেই একটি অমূল্য মানব জীবন বাঁচাতে কিছুটা হলেও অবদান রাখতে পারি। মুক্তমনা সদস্য/সদস্যাদের বেশী কিছু বলা ধৃষ্টতাই বলে মনে করি। এ জাতীয় কাজ কিভাবে অর্গানাইজ করতে হয় আমার কোন ধারনা নেই, আশা করি অভিজিত ও অন্য যাদের অভিজ্ঞতা আছে এগিয়ে আসবেন। পে-পাল হয়ত ভাল হবে প্রবাসীদের জন্য। তবে আমার কাছে আরিফের বাংলাদেশের সেভিংস একাউন্ট নং আছে, দেশ থেকে কেউ চাইলে সরাসরি সেখানে ডোনেট করতে পারেন (নিশ্চিত নই খোলা ফোরামে দেওয়া নিরাপদ কিনা)। প্রাথমিক সেট আপ করা হলে আমি আমার ব্লগেও লিংক দিয়ে দেব। সেখানেও অনেকেই আগ্রহী আছেন, দরকার শুধু শুরু করা।
আরিফের ব্যাংক একাউন্টঃArifur Rahman
Dutch Bangla Bank
Shazadpur Branch
Savings Account No-157-101-8319
ই-মেলঃ [email protected]
মূল লেখাটি লিখেছেন মুক্তমনার আদিল মাহমুদ।
যারা পে-প্যালের মাধ্যমে সাহায্য করতে ইচ্ছুক তাদের জন্য মূল লেখাটা এখানে।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




