যদিও সন্ধ্যা তারার খবর রাখি না, সম্ভবত তিন বছর
তোমার গৃহপালিত পদ স্পন্দনে ধূলি স্পর্শ করেনা আলোয়
উচু উচু ভবনের ভীরে মধ্য রাতের চাঁদটাও দেখা হয় না আর
একাকী থাকতে দেয় না বোমাবাজ হৃদস্পন্দন ।।
তোমাকে বলা, তুমি করে বলা এমনই এমনি
যদিও চাঁদ তারা পাশাপাশি হাজার বছরের অন্ধ প্রতিটি রাতে
বহুপথ না পেরিয়েও ছুটে চলা দেশ দেশান্তরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


