তোমার নাম জানার প্রবল কৌতুহলটা
খুব কষ্ট করে চেপে রেখে ছিলুম
পাছে তুমি কিছু মনে করো তাই।
আমাদের প্রথম স্বাক্ষাতের প্রথম কথাটিই ছিল
বলুন কি চাই?
মুখে আমি বলতে পারিনি কিছু, লজ্জায় মাথাটি ছিল নীচু।
দেখে তুমি ভয় পেলে যেন, এমন ভাবে দাড়িয়ে আছি কেন?
কি যেন ভেবে মাকে ডাকলে শেষে, মা দেখে যাও কে যেন এসেছে
কে? ও অমিত ,এসো বাবা, তুমি কেমন আছো ?
তোমার মা কেমন আছে?
মাসিমাকে করলুম প্রনাম,বসলুম ভিতরে গিয়ে
তখন দেখি তুমি দেখছো আমায় জানালার ফাক দিয়ে।
তাই দেখে মাসি মা ডাকলেন ’ এদিকে আয় এ আমাদেরই ছেলে
তুমি লজ্জাবতী হয়ে আমার কাছে এলে
আর একটি বারই তাকালে ।
তারপর সেইযে গেলে এলেনাকো আর ।
সবার সংগে আলাপ পরিচয় শেষে যখন সময় হলো যাবার
তখন দেখি তুমি কি যেন দেখছো আকাশ পানে
বিদায় বেলাও এলেনা বিদায় দিতে,
চলে এলুম বুঝলুম না কি ছিল এর মানে,
দুদিন পরে পিয়ন এসে ধরিয়ে দিলে খাম
তাতে দেখি নামটি তোমর লেখা,
লিখেছিলে ‘‘অপেক্ষাতে রই আর পাবো কি দেখা”?
চিঠি পেয়েই ছুটেছিলুম কিছু ফুলও কিনেছিলুম
দিতে উপহার , এভাবেই প্রনয় পরিচয়
তোমার আমার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




