যদি পাখি দেখে সামনে তার বিমুক্ত আকাশ
থাকে যদি তার লোমশ ডানা ওড়বার জন্য
তবে সে উড়বেই।
যদি পতঙ্গ ভালবেসে কাছে আসে পাবকের
বিলাতে চায় সব তার মুত্যু ভ্রমে
তবে সে পুড়বেই।
তবুও আকাশের ও পাবকের ঠিকানা অসীম
পাখি ও পতঙ্গ তুচ্ছ সেখানে,কত আসে যায়
অবিরাম অবিরত।
শুধু থেকে যায় ছোট্ট অতীত পৃথিবীর মাঝে
স্বাধীনতার ও মৃত্যুর স্মৃতি হয়ে
হয়ে বুকের ভেতর ছোট্ট ক্ষত।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




