নিয়মানুযায়ী পুলিশি তদনত্দ ছাড়া কোনো পাসপোর্ট ইসু্য করা হয় না। এসবি পুলিশ এই তদনত্দ সম্পন্ন করে থাকে। দালালদের মাধ্যমে পাসপোর্ট করতে দেওয়া লোকজনের মধ্যে 34 দশমিক 6 জন ও ট্রাভেল
এজেন্সির মাধ্যমে পাসপোর্ট করতে দেওয়া 51 দশমিক 7 জন পুলিশি তদনত্দ ছাড়াই পাসপোর্ট পেয়েছেন। আর পুলিশি তদনত্দ হয়েছে এমন আবেদনকারীর 60 শতাংশকেই তদনত্দকালীন ঘুষ দিতে হয়েছে।
এই খাতে সরকারের আয়ের তুলনায় ব্যয়ও অত্যনত্দ কম। 2004-2005 অর্থবছরে এ খাতে প্রাক্কলিত আয় 500 কোটি টাকা অথচ বরাদ্দ মাত্র 21 কোটি 24 লাখ টাকা। নিয়মানুযায়ী প্রতিদিন এক জনের 45টি পাসপোর্ট লেখার কথা থাকলেও তাকে লিখতে হয় 150টি পাসপোর্ট।
***'পাসপোর্ট সেবা প্রদানে হয়রানি ও দুর্নীতি জরিপ-2006***
***ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)***
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০০৬ বিকাল ৩:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



