উত্তরার গোপন বৈঠকে যোগদানকারী আমলারা সরকারি গাড়িতেই সেখানে গিয়েছিলেন। পত্রিকায় ছাপা হওয়া গাড়ির রেজিসদ্ব্রেশন নল্ফ্বরের সহৃত্র ধরে অনুসল্পব্দান চালাতে গিয়ে এ তথ্য পাওয়া গেছে। দেখা গেছে, এক প্রতিষ্ঠানে চাকরি করলেও প্রভাবশালী আমলারা অবলীলায় অন্য প্রতিষ্ঠানের গাড়ি ব্যবহার করে যাচ্ছেন। এমনকি অনেকে চাকরি ছেড়ে দেওয়ার পরও গাড়িগুলো দখলে রেখেছেন। এসব গাড়িতেই তারা মাহমুদুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠান আর্টিজান সিরামিকসে রাতের বৈঠকে যান।
ঢাকা মেট্রো ঘ-14-0029 : প্র্যাডো মডেলের এই গাড়িতে করে বৈঠকে যোগ দেন ডিসিসির সদ্যবিদায়ী সচিব আলমগীর হোসেন খান। ডিসিসির প্রধান প্রকৌশলী ইদ্রিস মিয়ার গাড়িটি ব্যবহার করার কথা ছিল। তাকে একটি সাধারণ গাড়ি দিয়ে আলমগীর হোসেন খান গাড়িটি নিজে দখলে রাখেন। একই সঙ্গে সচিব হিসেবে তার জন্য বরাদ্দ গাড়িটিও (ঢাকা মেট্রো 15-8314) তিনি দখলে রেখেছেন। ব্যক্তিগত ও পারিবারিক কাজে গাড়ি দুটি ব্যবহার করে যাচ্ছেন তিনি। গত 16 নভেল্ফ্বর আলমগীর হোসেন খানকে কৃষি সমঙ্্রসারণ অধিদফতরে বদলি করার পরও গাড়িগুলো ডিসিসিকে বুঝিয়ে দেননি তিনি।
ঢাকা মেট্রো খ-11-0725 : সাদা রঙের প্রাইভেট কারটি বিয়ামের। সংস্ট্থার ডিজি হিসেবে শহীদুল আলম বরাদ্দ পেয়েছিলেন গাড়িটি। গত 16 নভেল্ফ্বর তাকে ডিজির দায়িত্দ্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তারপরও তিনি প্রভাব খাটিয়ে ব্যবহার করছিলেন। অথচ নিয়ম অনুযায়ী এটি বর্তমান ভারপ্রাপ্টস্ন ডিজি মোঃ একেএম আবদুর রহমানেরই ব্যবহারের কথা। আবদুর রহমানকে স্ট্কুলের শিক্ষক থেকে বিয়ামের উচ্চপদে আসীন করার পেছনে শহীদুল আলমের নেকনজর ছিল। এখন সরকারি গাড়ি দিয়ে সেই ঋণ পরিশোধের পালা চলছে। এ প্রতিদান দেওয়া হচ্ছে বলে অভিযোগ। শহীদুল আলম তাই ওই গাড়িতে করেই বৈঠকে যোগ দেন।
ঢাকা মেট্রো ঘ-02-2003 : টয়োটা ল্যান্ডত্রক্রুজার গাড়িটি আয়কর বিভাগের। বৃহৎ করদাতা ইউনিটের কর অঞ্চলের অতিরিক্ত কমিশনার কাজী ইমদাদুল হকের নামে বরাদ্দ। তিনি গত চার বছর সাবেক যোগাযোগ প্রতিমন্পী ব্যারিসদ্বার আমিনুল হকের ব্যক্তিগত সচিবের দায়িত্দ্ব পালন করছিলেন। উত্তরায় বৈঠকে যাওয়ার জন্য তার গাড়িটি ব্যবহূত হয়।
ঢাকা মেট্রো ঘ-11-1649 : গাড়িটি আয়কর বিভাগের যুগ্গ্ম কর কমিশনার সাজ্জাদ হোসেন ভহৃঁইয়ার জন্য বরাদ্দ। তিনি এক সময় সাবেক প্রতিমন্পী এলকে সিদ্দিকীর ব্যক্তিগত সচিব ছিলেন। বর্তমানে অতিরিক্ত কর কমিশনারের দায়িত্দ্বে আছেন। বৈঠকের পর গাড়িটিকে পেছনের তারিখে গ্যারেজে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
নারায়ণগঞ্জ ঘ-02-0118 : টয়োটা সাদা রঙের গাড়িটি নারায়ণগঞ্জ ত্রাণ দফতরের। সংস্ট্থার মহাপরিচালক একেএম জাহাঙ্গীরের জন্য পৃথক একটি গাড়ি বরাদ্দ থাকলেও প্রভাব খাটিয়ে তিনি এটি ব্যবহার করেন। এই গাড়িটি তিনি তার ঢাকার কাজে ব্যবহার করেন।
নারায়ণগঞ্জ ঘ-12-2114 : নারায়ণগঞ্জের জেলা প্রশাসক কামরুজ্জামান চৌধুরী এ গাড়িটি ব্যবহার করেন। গাড়িটি নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের। এছাড়া সাদা রঙের ঢাকা মেট্রো ঘ-11-3065 প্রাইভেট কারটি স্ট্বাস্ট্থ্য মন্পণালয়ের আওতাধীন লিন্ডার বিডি ইনসদ্বিটিউট নিউট্রিশন প্রকল্কেপ্পর। ঠিকানা 7/1 পরিবাগ, ঢাকা। সিলভার কালারের ঢাকা মেট্রো চ-51-7670 প্রাইভেট কারটি উত্তরা ফাইনান্স অ্যান্ড ইনভেসদ্বমেন্ট লিমিটেডের। ঠিকানা : 10 দিলকুশা, ঢাকা। সাদার রঙের ঢাকা মেট্রো ভ-02-1024 প্রাইভেট কারের মালিক ওসমান গনি, পিতা : হাজী ফজর আলী, 8 নং তাহেরবাগ লেন, ঠাটারীবাজার, ঢাকা। সাদা রঙের ঢাকা মেট্রো ক-03-4305 প্রাইভেট কারটির রেজিসদ্ব্রেশন মাতুজ আলী কাদেরীর নামে। পিতা : জহির আলী কাদেরী, ফ্ল্যাট নং-বি/1, প্ট্নট নং-17/এ, সেক্টর-5, উত্তরা, ঢাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



