somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খোশ মেজাজে এরশাদ:জাপায় ফিরছেন বিদিশা!

১৯ শে ডিসেম্বর, ২০০৬ বিকাল ৪:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাঐক্যজোটে যোগ দেয়ার পর থেকেই বেশ খোশ মেজাজে রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ। মঙ্গলবার দিনভর তিনি বারিধারার নিজ প্রেসিডেন্ট পার্কের ফ্ল্যাটে কাটিয়েছেন। ছিলেনও টেনশনমুক্ত। সবার সঙ্গে হাসি মুখে কথা বলেছেন। দলের শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে নানা বিষয়ে আলোচনা করেছেন। রাগ-ক্ষোভ ভুলে গিয়ে সবাইকে একই সঙ্গে আন্দোলন এবং নির্বাচনের প্রস'তি নিতে নির্দেশ দিয়েছেন।
জাতীয় পার্টির অনেক সিনিয়র নেতা, রংপুরসহ জেলা পর্যায়ের নেতারা এরশাদের বাসায় ফুল ও মিষ্টি নিয়ে আসেন। সব ধরনের ভয়ভীতি উপেক্ষা করে মহাঐক্যজোটে শরিক হওয়ায় তারা দলের চেয়ারম্যানকে ধন্যবাদ জানান। বিদেশ থেকেও অনেকে ফোন করে শুভে"ছা জানান সাবেক রাষ্ট্রপতিকে। তবে সাংবাদিকরা এরশাদের সঙ্গে কথা বলতে চাইলে তিনি রাজি হননি।
দলের একাধিক সিনিয়র নেতা জানান, আওয়ামী লীগের সঙ্গে মহাঐক্যজোটে শরিক হওয়ার পর বৃহস্পতিবার তারা প্রথমবারে মতো ঐক্যবদ্ধভাবে দেশব্যাপী হরতালের কর্মসূচি পালন করবেন। কর্মসূচি সফল করার জন্য পার্টি চেয়ারম্যান দলের নেতাকমর্ীদের সর্বশক্তি নিয়োগ করে মাঠে নামার জন্য বলেছেন।
বেলা 11টায় ছোট ভাই ও প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের এরশাদের সঙ্গে দেখা করে ফেরার পথে উপস্থিত সাংবাদিকদের বলেন, অনেকদিন পর তার ভাইকে দেখে বেশ প্রাণবন- মনে হয়েছে। মহানগর সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, পার্টি চেয়ারম্যান বেশ খোশ মেজাজে রয়েছেন।
পার্টি চেয়ারম্যানের মতোই খোশ মেজাজে রয়েছেন কাজী জাফর আহমদ, র"হুল আমিন হাওলাদার, জিএম কাদেরসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ। এরশাদের মহাঐক্যজোটে যাওয়ার সিদ্ধান-ে খুশি দলের মাঠপর্যায়ের কমর্ীরাও। তারা বলেছেন, ঝঞ্ঝামুখর রাজনৈতিক জীবনে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ এই প্রথম একটি সঠিক সিদ্ধান- নিয়েছেন।
মহাঐক্যজোটে যোগ দেয়ার আনন্দে এরশাদসহ জাতীয় পার্টির বেশির ভাগ নেতাকমর্ী খুশি হলেও বিষণ্ন স্ত্রী রওশন এরশাদ ও তার অনুসারীরা। চার দলের মহাসমাবেশে যোগ দেয়ার সিদ্ধান- থেকে শেষ মুহূর্তে পিছু হঠলেও এখনও হাল ছাড়েননি রওশন এরশাদ। স্বামী এরশাদকে সঙ্গে নিয়েই ভবিষ্যতে চার দলে শরিক হওয়ার বিষয়ে তিনি এখনও আশাবাদী।
রাষ্ট্রপতি পদ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কমপক্ষে 58টি আসনে ছাড় এবং সরকার গঠনের পর সংখ্যানুপাতিকহারে মন্ত্রিত্ব_ এই তিন বিষয়ে আওয়ামী লীগের কাছ থেকে চূড়ান- আশ্বাস পাওয়ার পরই এইচএম এরশাদ মহাঐক্যজোটে যাওয়ার সিদ্ধান- নেন বলে জাতীয় পার্টির একাধিক সূত্র নিশ্চিত করেছে। সূত্র জানায়, রোববার রাতে গুলশানের একটি বাড়িতে এরশাদের সঙ্গে বৈঠক করে আওয়ামী লীগের তিন শীর্ষ নেতা এরশাদকে এসব বিষয়ে আশ্বস- করেন। এরপরই তিনি সোমবার পল্টনে 14 দলের মহাসমাবেশে যোগ দেয়ার সিদ্ধান- চূড়ান- করেন। সে আনুযায়ী দলের নেতাকমর্ীদেরও মহাসমাবেশে যোগ দেয়ার নির্দেশ দেন। এ প্রসঙ্গে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ মঙ্গলবার যুগান-রকে বলেন, আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির একসঙ্গে আন্দোলন, নির্বাচন এবং সরকার গঠনসহ একটি পূর্ণাঙ্গ সমঝোতা হয়েছে। আর এ সমঝোতার ভিত্তিতেই তারা মহাঐক্যজোটে শরিক হয়েছেন। তবে কি সব বিষয়ে সমঝোতা হয়েছে_ তা এখনই বলার সময় হয়নি বলে মন-ব্য করেন তিনি।
জাতীয় পার্টির মহাসচিব এবিএম র"হুল আমিন হাওলাদার যুগান-রকে বলেন, এইচএম এরশাদকে দলের নেতাকমর্ীরা ভবিষ্যতে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান। তবে এ মুহূর্তে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে দেশে মহাঐক্যজোটের সরকার গঠন করে মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করাই হ"েছ জাতীয় পার্টির মূল এজেন্ডা।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের তালাকপ্রাপ্ত স্ত্রী ও জাতীয় পার্টির বহিষ্কৃত প্রেসিডিয়াম সদস্য বিদিশার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হতে পারে। এরশাদ আনুষ্ঠানিকভাবে 14 দলের নেতৃত্বাধীন মহাঐক্যজোটে যোগদানের পর বিদিশার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। জানা গেছে, দলের অনেক সিনিয়র নেতা বিদিশাকে দলে ফিরিয়ে আনতে চান। তারা বিদিশার অব্যাহতি প্রদানের বিষয়টি পুনর্বিবেচনার জন্য দলের চেয়ারম্যান এরশাদকে অনুরোধ করবেন। তবে তারা এ ব্যাপারে চূড়ান- সিদ্ধান- গ্রহণের আগে প্রকাশ্যে কোন মন-ব্য করতে চাননি। এ ব্যাপারে বিদিশা প্রথমে কোন মন-ব্য করতে না চাইলেও পরে বলেন, দল ফিরিয়ে নিতে চাইলে তিনি ভেবে দেখবেন।
2004 সালের জুনের প্রথম সপ্তাহে এরশাদ বিদিশাকে তালাক দেন এবং একটি চুরির মামলা দিয়ে জেলে পাঠান। একই সঙ্গে তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যপদ থেকে বিদিশাকে অব্যাহতি প্রদান করেন। বিদিশা তখন এসব ঘটনার জন্য বিদায়ী বিএনপি-জামায়াত জোট সরকারকে দায়ী করেন। গ্রেফতারের পর বিদিশার ওপর পুলিশি নির্যাতনও করা হয় বলে অভিযোগ রয়েছে। বন্দি জীবন থেকে ছাড়া পাওয়ার পর বিদিশা গুলশানের নিকেতনে নিজের ফ্ল্যাটে এরিক এরশাদকে নিয়ে বসবাস করছেন। পাশাপাশি তিনি গাইবান্ধা-1 আসন থেকে নির্বাচন করার প্রস'তি নি"েছন। তবে এরশাদের 14 দলে যোগদানকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেন। বিদিশা বলেন, দেশের অবস্থা ভালো নয়। মানুষ ভালো নেই। সবাই পরিবর্তন চায়। এরশাদ সাহেব বিষয়টি বুঝতে পেরেই বিএনপির সঙ্গে যাননি। তার শুভবুদ্ধির উদয় হয়েছে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এয়ার এম্বুলেন্স ও তিন বারের প্রধানমন্ত্রী’কে নিয়ে জরিপে আপনার মতামত দেখতে চাই॥

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ডিসেম্বর, ২০২৫ ভোর ৬:৩০

যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন শহরে বসবাস করছেন। সেই দলের মূল নেত্রী অসুস্থ। আর তাকে চিকিৎসার জন্যে বিদেশ যাওয়ার এয়ার অ্যাম্বুলেন্স দিবে কাতারের আমির। বিএনপি এবং জিয়া পরিবারের কি এতটা... ...বাকিটুকু পড়ুন

ইউনুসের উচিৎ ভারতকে আক্রমন করা , বিডিআর হত্যাকান্ডের জন্য

লিখেছেন এ আর ১৫, ০৬ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৭


ইউনুসের উচিৎ ভারতকে আক্রমন করা , বিডিআর হত্যাকান্ডের জন্য

পহেল গাঁয়ে পাকিস্থানি মদদে হত্যাকান্ডের জন্য ভারত পাকিস্থানে আক্রমন করে গুড়িয়ে দেয় , আফগানিস্থান তেহেরিক তালেবানদের মদদ দেওয়ার জন্য, পাকিস্থান... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যাহা দিয়াছি, ভারত উহা সারা জীবন মনে রাখিবে… :) =p~

লিখেছেন নতুন নকিব, ০৬ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:১৫

আমি ভারতকে যাহা দিয়াছি, ভারত উহা সারা জীবন মনে রাখিবে… :) =p~

ছবি, এআই জেনারেটেড।

ইহা আর মানিয়া নেওয়া যাইতেছে না। একের পর এক মামলায় তাহাকে সাজা দেওয়া... ...বাকিটুকু পড়ুন

এমন রাজনীতি কে কবে দেখেছে?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২০


জেনজিরা আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামল দেখেছে। মোটামুটি বীতশ্রদ্ধ তারা। হওয়াটাও স্বাভাবিক। এক দল আর কত? টানা ১৬ বছর এক জিনিস দেখতে কার ভালো লাগে? ভালো জিনিসও একসময় বিরক্ত... ...বাকিটুকু পড়ুন

মুক্তিযুদ্ধের কবিতাঃ আমি বীরাঙ্গনা বলছি

লিখেছেন ইসিয়াক, ০৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:১৫


এখনো রক্তের দাগ লেগে আছে আমার অত্যাচারিত সারা শরীরে।
এখনো চামড়া পোড়া কটু গন্ধের ক্ষতে মাছিরা বসে মাঝে মাঝে।

এখনো চামড়ার বেল্টের বিভৎস কারুকাজ খচিত দাগ
আমার তীব্র কষ্টের দিনগুলোর কথা... ...বাকিটুকু পড়ুন

×