বাংলাদেশে একটি চক্ষু হাসপাতাল তৈরির অর্থ সংগ্রহের জন্য গত মঙ্গলবার এক পপ মিউজিক রেকর্ড ভিডিওর উদ্বোধন করলেন ড. ইউনূস।
নরওয়ের অসলোতে ওই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আশা প্রকাশ করেন, এই মিউজিক অ্যালবামটি দারিদ্র্যের বির"দ্ধে তার সংগ্রামের বার্তাটি বিশ্বব্যাপী তর"ণদের কাছে পেঁৗছতে সাহায্য করবে।
তর"ণ ব্রিটিশ-নরওয়েজিয়ান দল 'দি গ্রিন চিলড্রেন' এর 'হিয়ার মি নাউ' শীর্ষক এই ডিভিডি ও সিডি রেকর্ড থেকে পাওয়া অর্থ ইউনূসের গ্রামীণ হেলথ কেয়ার ট্রাস্টে জমা হবে বলে জানিয়েছেন ব্যান্ডটির নরওয়েজিয়ান ভোকালিস্ট মিলা সানডি ও ব্রিটিশ পিয়ানিস্ট টম বেভান। সানডি ও বেভান বছর কয়েক আগে ইউনূসের মাইক্রোক্রেডিট আন্দোলনের সঙ্গে পরিচিত হন। বাংলাদেশে এসে ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার এই সংগ্রামে নিজেদের শামিল করার সিদ্ধানত্দ নেন।
অসলোতে ড. ইউনূস বলেন, 'ওদের আইডিয়াটা আমার মনে ধরেছে। ওদের মাধ্যমে সারা দুনিয়ায় আমাদের মেসেজ পেঁৗছে দিতে পারবো আমরা।'
সানডি জানান, যতো কপি প্রকাশের পরিকল্পনা তারা করেছেন তার এক-তৃতীয়াংশ রেকর্ডও যদি বিক্রি হয় তাহলেও তারা বাংলাদেশে একটা চক্ষু হাসপাতাল তৈরি করতে পারবেন। আর যদি পুরো রেকর্ড বিক্রি হয়ে যায় তাহলে ওরকম তিনটি হাসপাতাল তৈরি করা সম্ভব হবে।
ইউনূস বলেছেন, নোবেল পুরস্কারে পাওয়া তার 14 কোটি 60 লাখ ডলারের একটা অংশ তিনি এই হাসপাতাল নির্মাণের কাজে ব্যয় করবেন। তিনি একে চ্যারিটি না বলে 'সোশ্যাল বিজনেস' হিসেবে অভিহিত করেন। এ ধরনের সামাজিক ব্যবসা কোনো ডিভিডেন্টের আশা করে না বলে তিনি মনত্দব্য করেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


