" সাদা শার্ট নীল প্যান্ট, হাতে তিনটে বই, অনিচ্ছার বিদ্যালয়ের পথ , আকাশে মেঘ আর সূর্ঝের লুকোচুরি খেলা, ,হঠাত ঝুম বৃষ্টি, টিনের চালে ঝনঝন শব্দ, বাতাসে আমের ডালের ডানেবাঁয়ে অগত্যা নাঁচন, নারিকেল গাছের অবাধ্য ছেলের মত দাড়িয়ে থাকা, তারপর কাদাময় রাস্তা, ভিজে জবুথবু "
আজকের দিনে এমন কোন কথা বললে গল্প আর গুল্বজ়ি মনে হতে পারে, তবে এটাই সত্য, এটাই আমার হারানো শৈশব ।আজ যখন কোন শিশু জানালা দিয়ে আকাশ দেখে, আর দেখে বহুতল ভবনের পেছনের সূর্ঝের লুকোচুরিতে লাল আর নীলের খেলা, যখন জানালা দিয়ে এক্ টু বৃষ্টি ধরতে চায়, এক্টু ভিজতে গিয়ে মায়ের বকুনি খায় তখন ভাবি আসলে আমি কি পাই নি……।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



