তোমার আঁখিতে আমায় দেখি
দেখি স্বপ্নবুননের কাজলরেখা
তোমার আঁখিতে যায় বিশ্বচেনা
তবু কেন যেন যায় না তোমায় চেনা ।
তোমার আঁখির জলে রচে মর্মর বেদনাগাঁথা
কত নদী-সমুদ্র রহে অপেক্ষমান, কত কবি রচে গান
পরাজিত হয়ে আমি তখনো তাকিয়ে থাকি ঐ আঁখি পানে
হারিয়ে যেতে চাই আঁখির ভূবনে, চিনতে যাই নিজেকে-তোমাকে
কি ভূল ভেবে দুঃখ গুলোকে আঁখি ভেবে যাই আনমনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



