তোমাকে ছাড়া তিরিশ মিনিট বাঁচতে আমি অসমর্থ,
এইটা জেনেই আমার সঙ্গে খারাপ বিহেভ করসো তুমি শুরু,
আমার সঙ্গে বললে তুমি কথা, কিমবা হাসলে, কিমবা করলে রাগ,
বেকুব বুকটা করে দুরু দুরু।
ভালোবাসা বিচিত্র এক চীজ
আকাশ বাতাস মিষ্টি বানায় দেয়,
আর তোমাকে ঘিরে চক্রাকারে ঘুরতে থাকা ভালোবাসার পিপড়েরা
আমাকে ল্যাং মেরে তোমার পায়ের সামনে ফেলে দেয়।
তুমি ভাবো আমি তোমার গোলাম, ক্রীতদাস;
এই জন্যেই ট্যামক দ্যাখাও খালি
আর তোমার হাতটা ধরলে আলতো করে,
কিমবা চুলটা শুঁকলে খোপা করে এলো মেলো,
ঝামটা মেরে বলে আমি নাকি,
টু মাচ করছি ডলাডলি।
ওরে আমার জান-পাখি-কুটকুট,
ওরে আমার ময়না, ওরে টিয়া,
তবু আমি বললে কথা করিমনের সঙ্গে হেসে হেসে,
তুই কেন মুখ গোমড়া করে এসে,
দাঁড়াস আমার বুকের কাছটা ঘেঁষে?
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১১ রাত ১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




