ঘুম না আসার স্তব্ধ রাতে,
যখন তোমার কষ্ট হাটবে চোখের জলের শীর্ণ পথে-
তখন তোমার সঙ্গী হবো, ভেবেছিলাম।
ব্যথার রাতে তোমার গালের অশ্রু ছুয়ে
আমিও কিছু দু:খ নেবো, ভেবেছিলাম।
তোমার চোখের কাজল যখন লেপ্টে যাবে,
ভেজা বাতাস হাত বুলোবে তোমার চুলে,
আমিও তখন চাদের মতো তোমার গালে ঠোঁট ছোয়াবো,
তোমার আচল উড়িয়ে যাওয়া বাতাস হবো।
আর কিছু নয়, -দু:খী মানুষ,
কেবল তোমার দু:খ ছুয়ে
নিজেও একটু দু:খী হবো,
ভেবেছিলাম।
........................
শেষ রাত্রের বারান্দাতে
রেলিং ছুয়ে অনেকটা ক্ষণ দাড়িয়ে থাকা
শিরশিরে এক একলা বাতাস উঠবে যখন
তাকিয়ে থাকা ম্লান হওয়া এক চাদের দিকে
পোষায় না আর- কোনও কিছুই এখন আমার পোষ মানে না
রাতের পরে রাত চলে যায় নদীর মতো
ভোরের গন্ধ, মাটির গন্ধ, তীব্র গন্ধ কাঠালচাপার
আস্তে আস্তে পর হয়ে যায় তোমার মতোন।
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




