ভালোবাসা তুমি ফিরিয়ে নিয়েছো জানি,
এঁদো গলি ঢাকা মলিন নগর থেকে,
তোমার আশায় তবু বসে আছে জেন
বিকেলের ছাদ, মেহেদীর রং মেখে।
ভালোবাসা তুমি ফিরিয়ে নিয়েছো কবে,
অসহ্য জ্যাম, ঠাসাঠাসি ভীড় দেখে ,
তবু চেয়ে আছে টং এর দোকানঘর-
তোমার আশায়, দিগন্তে চোখ রেখে।
ভালোবাসা তুমি ফিরিয়ে নিয়োনা পুরো,
সোনাব্যাঙ ডাকা সতেজ বর্ষা ভুলে,
তোমার জন্য জমেছে বৃষ্টি কণা-
নগরীর গাছে ছড়ানো কদম ফুলে।

সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০২০ সকাল ১১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




