সময়ের যমুনাতে বয়ে যায় ঢেউ
আমি তো তোমাদের ফেলে যাওয়া কেউ
দিনলিপি ছিলো যারা জীবন খাতায়
ইরেজার ঘষে কি সব মোছা যায়?
কাগজে দাগ কেটে তারা গেছে চলে
আমিওতো কত ব্যথা জমালাম ভুলে
হাজারো মুহূর্ত যেন বন্দী খাঁচায়
হাসফাস করে পাখি উড়ে যেতে চায়।
বয়ে যাওয়া অমলিন অতীতের মাঝে
তারা তো সেখানে প্রিয় হয়েই আছে,
হাসতে বলে শেষে তারাই কাঁদায়
ইরেজার ঘষে কি সব মোছা যায়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


