
প্রায়শই নিকটস্থ বিভিন্ন মানুষ আমাকে প্রশ্ন করে বসেন যে, তাদের ইংরেজীর শব্দভান্ডার একেবারেই তলানিতে তাই এমত অবস্থায় তাদের করণীয় কি। তারা এই বলেও তাদের অক্ষমতা প্রকাশ করতে ভুলেন না যে, বই থেকে পড়ি, অনেক পড়ি কিন্তু ভাই ক'দিন যেতে না যেতেই তা আর মনে থাকে না। আজকে তাদের জন্যই আমার ঘটা করে লিখতে বসা। আমি এখানে শুধু ব্যক্তিগত কিছু উপায় সম্পর্কে বর্ণণা দিব। আর বিস্তারিত আঁতেল মার্কা পদ্ধতি জানার জন্য গুগল মামাই তো আছে। এক ক্লিকে সার্চ করে দেখে নিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক।
১। বই পড়ুন - বই পড়তে বলার কথা শুনে অনেকে আমাকে তেড়ে মারতে আসার জন্য উদ্যত হতে পারেন। "আরে ভাই বই পড়েই যদি মনে রাখতে পারতাম তাহলে কি আর আপনার দারস্থ হতাম?"
২। বই কে নতুন বউ বানিয়ে ফেলুন - কথাটা শুনতে একটু অদ্ভুত লাগলেও এমনটি করতে হবে। নতুন বিয়ে করার পর যেমন স্ত্রীর পাশ থেকে যেমন কেউ সরতেই চাই না
৩। নিত্যদিনের জীবনে মুখস্ত করা শব্দগুলো প্রয়োগ করুন - উপরে যে বললাম ১০ টা শব্দ ৩ ধরে পড়ুন কিন্তু মাঝের যে সময় এ সময়ে অর্থাৎ, মুখস্ত করার পর বাকি যে সময় ৩ দিন শেষ হওয়ার আগ পর্যন্ত সে সময়ে আপনার ব্যক্তিগত জীবনে শব্দগুলোর প্রয়োগ করা একান্ত আবশ্যক। ব্যক্তিগত জীবনে কিভাবে প্রয়োগ করবেন সেটা সম্পূর্ণ আপনার বিষয়। বিভিন্ন উপায় অবলম্বন করতে পারেন। আপনি ১০ টা শব্দ দিয়ে অসংখ্য বাক্য তৈরি করে মনে মনে আওড়াতে পারেন। যেমনঃ আজকে আপনার শেখা ১০ টা শব্দের মাঝে একটা ছিল " Banal" এর অর্থ গতানুগতিক, মামুলি। এখন ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন যেতে যেতে দেখলেন রাস্তার পাশে একজন নেতা মাইকে জোরে বক্তৃতার মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। তিনি বলছেন যে, আমাকে যদি আপনারা ভোট দিয়ে নেতা বানান তাহলে আপনাদেরকে আমি সকল প্রকার নাগরিক সুবিধা প্রদান করব। আপনি এটা শুনে বললেন যে, আরে তিনি তো সব নেতার মতই গতানুগতিক কথা বলে যাচ্ছেন। ঠিক এই ধরনের মুহূর্তে আপনি ঐ বাংলা শব্দের স্থলে আপনার শেখা ইংরেজী শব্দটা ব্যবহার করবেন। চারপাশে তাকিয়ে একই ভাবে আপনার শেখা শব্দগুলো ব্যক্তিগত জীবনে ব্যবহার করবেন। আরো যা করতে পারেন তা হলো, আপনার শেখা ১০ টা শব্দের বাংলা অর্থ দিয়ে বাংলায় একটা অনুচ্ছেদ রচনা করুন। যে অনুচ্ছেদের মধ্যে ঐ ১০ টা শব্দেরই বাংলা আছে। এবার অনুচ্ছেদটাকে বাংলায় অনুবাদ করুন। এভাবে ঐ একই ১০ টা শব্দ দিয়ে বিভিন্ন অনুচ্ছেদ বানান। এবং তা অনুবাদ করুন।
৪। বেশি বেশি বাংলিশ চর্চা করুন - এটা শুনে অনেকের মাঝে আবার ভাষার চেতনা জাগ্রত হতে পারে
৫। ফোনের ডিকশোনারি ব্যবহার করে বাংলা থেকে ইংরেজী শিখুন - এটা আবার উপরের পদ্ধতি সমূহ থেকে একটু ভিন্ন ধারার পদ্ধতি। এতক্ষণ বললাম ইংরেজি থেকে বাংলা শব্দ শেখার পদ্ধতি। এবার বলব বাংলা থেকে ইংরেজি শেখার পদ্ধতি। আজকাল সবকিছুই আমাদের হাতের নাগালে চলে এসেছে। এখন কি আর ঐ যুগ আছে যে, কাগজের ডিকশোনারির পাতা উল্টিয়ে উল্টিয়ে শব্দের অর্থ খুঁজে বের করতে হবে!
৬। ইংরেজি মুভির সাবটাইটেল অনুবাদ করুন - যারা ইংরেজি মুভি প্রেমী তাদের জন্যে ইংরেজি শেখার আরো সুবর্ণ সুযোগ রয়েছে তাদের বিনোদনের মাঝেই। জানেন তো এখনকার অধিকাংশ ইংরেজি মুভির বাংলা সাবটাইটেল পাওয়া যায়? এগুলো কাউকে না কাউকে অনুবাদ করতে হয়। কাজটা কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ বটে। কিন্তু একাধারে কিছু মুভির সাবটাইটেল অনুবাদ করতে পারলে আপনি যে কতশত শব্দের অর্থ জানতে পারবেন তার কোনো ইয়ত্তা নেই। সাবটাইটেল অনুবাদের জন্য আপনাকে মুভির মধ্যে ব্যবহৃত না জানা প্রতিটি শব্দের অর্থ ডিকশোনারিতে সার্চ দিয়ে জেনে নিতে হবে। আর এভাবেই আপনি অনেক ইংরেজি শব্দের অর্থ জানতে পারবেন যেগুলো বইয়ে কোথাও পাবেন না। পাশাপাশি আরো একটা সুবিধা পাবেন সেটা হলো অনুবাদক হিসেবে মুভি প্রেমীদের কাছে সমাদৃত লাভ করবেন।
৭। বিছানার সামনে বা পড়ার টেবিলের সামনে শেখা শব্দগুলোর একটা তালিকা লাগানো - একটা টিভি অনুষ্ঠানে দেখেছিলাম সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী মালালা ইউসুফ জাঈ - এর বাড়িতে সাক্ষাতকার নেয়ার জন্য সাংবাদিক গিয়েছে। সাংবাদিক যাওয়ার পর দেখল যে মালালার বিছানার সামনে ছোটো কাগজে দেয়ালের সাথে শব্দার্থ লিখে টানানো। সাংবাদিক জিজ্ঞাসা করল তালিকা থেকে একটা শব্দ। মালালা সঠিক উত্তর দিল। তারপর বলল যে, আমি ঘুমাতে যাওয়ার আগে আজকের শেখা শব্দগুলো একবার দেখে ঘুমাতে যাই আর ঘুম থেকে উঠে আবার আরেকবার দেখি। এ পদ্ধতিটাও অনেকটা 'Banal'। কি ব্যাপার মনে আছে তো 'Banal' শব্দের অর্থ কি? হুম এ পদ্ধটি বহুল পরিচিত এবং গতানুগতিক একটা পদ্ধতি। তবে পদ্ধতিটা ফলপ্রসূ। করে দেখতে পারেন। আরো একটা কাজ করতে পারেন তা হলো আমাদের ঘরে বিভিন্ন আসবাবপত্র থাকে বা অনেক জিনিষ থাকে যেগুলোর ইংরেজি অর্থ আমরা জানিনা। সেসব জিনিষপত্রের বাংলা অর্থ জেনে কাগজে ছোট্ট করে তার ইংরেজিটা লিখে আঠা দিয়ে জিনিষটার গায়ে লাগিয়ে দিলেন। এবার যতবার জিনিষটা চোখে পড়বে ততবার তার ইংরেজি শব্দটাও আপনার দৃষ্টিগোচর হবে। আর এভাবেই আপনি নিত্য প্রয়োজনীয় অনেক শব্দ শিখে যেতে পারবেন।
যাই হোক, একদিনে আর এত নিয়ম কানুন আপনাদেরকে হজম করিয়ে লাভ নেই। উপরের নিয়মগুলো মানার পাশাপাশি যদি আপনি আপনার সৃজনশীল মন দিয়ে আরো ব্যক্তিগত কিছু নিয়ম-কানুন তৈরি করতে পারেন তাহলে সবগুলো একত্রে সমন্বয় করে অনুসরণ করুন। আশা করি, আপনি একজন ভ্রাম্যমাণ ডিকশোনারি হয়ে উঠতে পারবেন
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




