বিশ্বজগতের সহস্র-অযুত বন্ধ্যাবস্তুবত
ঊষর নই আমি
নিবিড় নৈঃসঙ্গিক আমি যেন এক আদি-বসুধারা
‘কর্ষিত-উর্বর-ভূমি’
অফুরান কালের কলুষ কারাগারে
অসীম কামনায় কাটে প্রাণবীজের হাহাকারে
অতঃপর অযুতক্ষণের ক্ষয়াটে লয়-শেষে
যেমনি ক’রে সেই নির্জীবদেশে
জীবন এসেছিল
চপল হরিণের ভীরু নয়নের ছায়ায়!
হায়!
তেমনি ক’রে উর্বর নিউরণের থরে থরে
সৃজনশীল ভেলায় ভেসে যাবার তরে
বিজ্ঞাপনের তোড়ে ভাসিয়ে ফেলি তাবত বিশ্বজগত
গলা চিরে বলি: ঊষর নই আমি বন্ধ্যাবস্তুবত
তবু হায়
ঊষর-মরুতে হয়তো দাপিয়ে বেড়ায় বীজ !
নিয়ত পরিণতি তার নিঃশেষে নির্জীব!
অথচ কর্ষিত-উর্বর-ভূস্বামী
এই আমি!
অমোঘ অসহায়ে নিঃশেষ হতে-হতে
নির্নিমেষ নিরন্তরে আঁক কষি
কোনো এক দৈব-ক্ষণের কল্প-অতীত আশায়
আদি-বসুধারার মতো নিরালায় বসি
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



