১. সম্প্রতি ব্লগার খুরশিদ আলম ভাইয়ের "সুন্নতের অনুসরণেই নিহিত প্রকৃত সুখ" নামক একটা পোস্ট আসে। নবীপ্রেমী এই ব্লগারের সাদাসিধা একখানা লেখা। ছোট লেখা। মন্তব্য পড়িতে গিয়া ব্যথিত হইলাম। সামুর খোঁয়াড়ে কি জায়গা কম পড়িয়াছে যে মানব সমাজে বিচরণের অযোগ্য কাউকে মানব সমাজে ছাড়িয়া দিতে হইবে ?
২. ইমাম আবু হানিফা র. একবার ওই সময়কার শীর্ষস্থানীয় আলেমদের লইয়া মজলিশ করিতেছেন। কিছু দূরে বাচ্চারা বল জাতীয় কিছু দিয়া খেলিতেছিলো। হঠাৎ বল চলে আসে মজলিসের মাঝে।তখনকার সময়ে ওলামারাই সমাজের নেতৃত্বে থাকিতেন। লোকে তাহাদের সম্মান করিত , ইজ্জত করিত, সম্ভ্রমের সাথে তাহাদের সাথে আচরণ করিত, এমনকি বাচ্চারাও ! বাচ্চারা দূরে থাকিয়া মজলিসের দিকে তাকাইয়া আছে। সম্ভ্রমের কারণে কুন্ঠাবোধ করিতেছে , কাছে আসিতেছে না ! এর মধ্যে একবালক সম্ভ্রম এড়াইয়া , সকলকে ডিঙাইয়া মজলিসের মাঝখান হইতে বল নিয়া আসিল। সকলেই বিস্মিত হইলো।এই বালক কিভাবে ইহা সম্ভব করিল।ইমাম সাহেব বলিলেন , খুব সম্ভবত এই বাচ্চার জন্মে সমস্যা আছে ! লোকে খোঁজ নিয়া জানিল সত্যই সমস্যা আছে , জারজ সন্তান ! অর্থাৎ নবীর ওয়ারিশদের সাথে অসম্মান,বেয়াদবি সেই করিতে পারে যাহার জন্মে সমস্যা আছে ! তাহলে নবী স. এর সাথে যে বেয়াদবি করে , অসম্মান করে , কুৎসা রচনা করে তাহার জন্ম সম্পর্কে আপনাদের কি ধারণা ?
৩. বর্তমান সময়ে নাস্তিকতা স্বাভাবিক বিষয়। ধর্মীয় দৃষ্টিকোণ কি জানিনা , তবে ব্যক্তিগত ভাবে আমি ইহাকে একটা ধর্মের মতনই মনে করি। শুনিয়াছি চার্বাক দর্শনের জনক নিজেই নাস্তিক ছিলেন। আমি পশ্চিমা নাস্তিকদের সাথেও কথা বলিয়াছি , ধর্ম নিয়া বিধর্মীদের সাথেও তর্ক করিয়াছি। তবে সবই শালীনতার সাথে। আমি সত্যিকারের নাস্তিকদের ভদ্র হিসেবেই পাইয়াছি।তাহাদের কাছে নাস্তিকতার কারণ জিজ্ঞাসা করিয়াছি। তাহারা বলিয়াছেন , তাহারা সকল ধর্ম শ্রদ্ধা করেন , অন্যের বিশ্বাস কে তাহারা অশ্রদ্ধা করেন না , তাহারা স্রেফ ধর্মে বিশ্বাস করেন না , ধর্ম নিয়া তাহাদের আগ্রহ নাই ! আমি তাহাদের অবস্থানকে প্রশংসা করিয়াছি !
৪. ব্লগে যাহারা ইসলাম বিরোধিতা করেন , তাহাদের অধিকাংশই নাস্তিক নহেন , বিধর্মী নহেন ,বরং ইসলাম বিদ্বেষী। ইসলামের কোন বিষয় নিয়া প্রশ্ন চলিবে না , আমি ইহা বলিনা , একই পোস্টে ব্লগার নতুন কত চমৎকার ভাবে , যুক্তির সাথে সুন্নতকে হালকা করিতে চেষ্টা করিয়াছেন , ইহাতে আপত্তি নাই। যৌক্তিকভাবে তাহার মন্তব্যের প্রতিমন্তব্য দেওয়াই উচিত হইবে। তবে অসভ্য জানোয়ারের মতন অন্যের ধর্মবিশ্বাসে আঘাত করিয়া , নবী স. কে অবমাননা করিয়া এই ব্লগে কেহ টিকিয়া থাকে কিভাবে ? কেন তাহার আইডি সুলেমানি ব্যান হয় না ?
৫. ব্লগে যদি ইসলাম বিদ্বেষ বন্ধ না হয় , নবী স. এর অবমাননা বন্ধ না হয় তাহলে আমি নিজেকে এই ব্লগে থাকা হারাম মনে করি। যদি মডু যথাযথ পদক্ষেপ না নেয় তাহলে এই ব্লগে টিকিয়া থাকা আমার পক্ষে সম্ভব হইবে না। ব্লগ যখন আবার চাঙ্গা হইতেছে এই সময়ে এই আত্মঘাতী প্রবণতা অবশ্যই বন্ধ রাখা উচিত। ধন্যবাদ !
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫২