- এ্যাই শোন! কাল রাতে তুই এটা কি ম্যাসেজ পাঠালি আমাকে? জানিস না আমার এসব প্রেম টেমের মধ্যে নেই!
- হা হা ! আরে রাতে বন্ধুদের সাথে 'ট্রুথ এ্যান্ড ডেয়ার' খেলছিলাম। আর আমার ভাগ্যে পরেছিলো ফেসবুক খুলে যে মেয়ে প্রথমে আসবে তাকে প্রপোজ পাঠাতে হবে।
- ও তাই তো বলি! তুই প্রপোজ করবি কেন। আচ্ছা থাক, আমি যাই...
- দেখে শুনে যাস...
একটু দূরে এসেই ভেউ ভেউ করে কেঁদে ফেললো মেয়েটি। রাতে ম্যাসেজটা পাওয়ার পর বাকি রাতে একফোঁটা ঘুমও হয় নি তার। ভেবেছিলো এবার বুঝি সম্পর্কটা 'তুই' থেকে 'তুমি'তে আসবে...
আর ছেলেটা? ক্যাম্পাসের ঘাসে সিগারেটের প্যাকেটটা নিয়ে বসেছে। বিড়বিড় করে নিজেকে গালি দিচ্ছে কেনো যে ট্রুথ ডেয়ারের মিথ্যে গল্পটা সাজাতে গেলো!
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৮ রাত ১১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




