একটা বিচার:
অনেক দূরে এক গ্রাম/ইটের সোলিং রাস্তা/
গ্রামের এই জায়গায় রাস্তা একাটা মোড় নিয়েছে, এখানেই বিবাদের সূত্রপাত/
একটু সামনে একটা মসজিদের কাজ হচ্ছে/ট্রাকে করে ইট বালু নিলে রস্তার ক্ষতি হয় /শুকনা দিনে ট্রাক নিবে । সবাই মানে ।
মোড়ের পাশের বাড়ির একজন মানেনা/
সে মোড়ের মাঝখানে একটা বড় গর্ত করল, গর্তর পাশে বাঁশ দিয়ে একটা মাচা করল/
এ দিকে ট্রাক থেকে পেছনে মালামল নামিয়ে ভেন দিয়ে ইটবালু নিচ্ছিল ।
গতকাল ভেন গর্তে পরে যায়
একজন অহত/বিরাট ঝামেলা/
বিচার শুননী: গর্ত কেন করলা ?
রাস্তা নষ্ট হয়/
মাচা করলা কেন ?
গরমের দিন গ্রামের লোকজন বাতাস খায়/
মাচার পিছনে পুকুর/ এখানে বাড়ির সামনে পুকুর থাকে সামনের দিকে একটু ঘেরা থাকে, সেখানে বাড়ির মেয়ে ছেলেরা কাজকর্ম করে/ তাদের অভিযোগ মাচায় সারা দিন বসে থাকায় বাড়ির লোকজন গোসল করতে পারেনা/
এই হলো বিচার্য বিষয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



