আমি একাত্তর দেখিনি।
দেখিনি ধ্বংসের তাণ্ডব, রক্তের তপ্তস্রোত আর মৃত্যুর বিভীষিকা।
শুনিনি আর্ত চিৎকার, রাইফেল- কামানের গোলার শব্দ আর হায়েনার গর্জন।
শুনেছি কেবল একাত্তরের সেই করুণ দিনগুলোর কথা
আর অবাক বিস্ময়ে স্তব্ধ হয়ে জেনেছি সেই শ্বাসরুদ্ধকর ইতিহাস-
কত অবর্ণনীয় গর্ভযন্ত্রণা সয়ে, অনেক রক্ত ঝরিয়ে,
অসহ্য প্রসববেদনার পরে, ভূমিষ্ঠ হল একটি শিশু-
"বাংলাদেশ" ;
কোথা থেকে আমরা পেলাম একটি মানচিত্র আর
সবুজের মাঝে লাল পতাকা;
কেমন করে পরাধীনতার শিকল ভেঙে
আমরা পেলাম বহু আকাঙ্ক্ষিত মুক্তির স্বাদ।
আজ মাথা উঁচু করে আমরা গাইতে পারি-
"আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি"।
সারা পৃথিবী আজ অপিরিসীম বিস্ময়ে জেনেছে-
স্বাধীনতা মানুষের জন্মগত অধীকার আর বাঙালী তার অধীকার আদায় করে নিতে জানে।
কে বলে বাঙালী ভীরু-কাপুরুষ?
বাঙালী বীরের জাতি!
বাঙালী অকুতোভয় দেশপ্রেমিক!
শ্রদ্ধায় নুয়ে পড়ে আমার মাথা,
গর্বে ভরে ওঠে বুক,
যখন ভাবি-
অনেক আত্মত্যাগের বিনিময়ে আজ আমি স্বাধীন, মুক্ত।
এ দেশ আমার। এ মাটি আমার।
আমি বাঙালী। আমি বাংলাদেশি।
আমি যুদ্ধ দেখিনি, যুদ্ধে যাই নি,
কিন্তু ধারণ করেছি মুক্তিযুদ্ধের চেতনাকে।
আমার মাঝেই জাগরূক আছে বীর শহীদদের অগনিত আত্মা।
তাই লাখো শহীদের অপূরণীয় লক্ষ্য পূরণে আজ আমি সোচ্চার।
স্বপ্ন আর স্মৃতিতে ঘিরে, সুজলা সুফলা বাংলাকে সবুজের সোনায় মুড়ে
ভরিয়ে দেব ঐশ্বর্য আর সমৃদ্ধিতে-
এ আমার দৃপ্ত প্রাণের দৃঢ় অঙ্গীকার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


