ব্রুস লি একটি হংকং দরিদ্র পরিবারের ছেলে।তিনি ১৯৭০ দশকের বিশ্বের শ্রেষ্ঠ অ্যাকশন সিনেমা তারকা। তিনি 5 ফুট 7 ইঞ্চি(প্রায় ১,৭১ মিটার) এবং ১৪০ পাউন্ডের (৬৪ কিলোগ্রাম)। তিনি ছিলেন নিষ্ফলা, নির্ভীক এবং শক্তিশালী। তার হৃদয়গ্রাহী দেহ ও অসাধারন কুংফূ নৈপুণ্য আর্নল্ড শোয়ার্জেনেগার, চাক নরিস, জ্যাকি চ্যান এবং স্টিফেন চাও সহ অনেক সেলিব্রেটিদের এখনও পছন্দের । স্টিফেন চাওয়ের Kung Fu Hustle এবং Shaolin Soccer সিনেমাতে ব্রুস লি'র অনেক প্রভাব পাওয়া যায়।
ব্রুস লি'কে নিয়ে আমার লেখার ইচ্ছা অনেক দিনের।কিন্তু সময়ের অভাবে লেখা হয়ে ওঠে না।
সময়ের ফাক খুজতে খুজতে অনেক সময় পার হয়ে গেছে কিন্তু লেখা আর শুরু করতে পারি না।
তো অনেক দিনের ইচ্ছা ধরে রাখতে পারলাম না । লেখাটি এক পর্বে না দিয়ে সময়ের সল্পতায় কয়েকটি পর্বে দেওয়ার ইচ্ছা রাখি। আশা করি আমার এ ছোট প্রয়াস সবার ভাল লাগবে।
আর একজন জীবন্ত কিংবদন্তীকে নিয়ে আমার একটি ছোট লেখা আছে। কারও ইচ্ছা হলে দেখতে পারেন।লিংক দিয়ে দিলাম......
জ্যাকি চ্যান-এশিয়ার কুংফু সুপার স্টার
সবাইকে ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




