সাইমন ওয়েস্ট পরিচালিত ও সিলভেস্টার স্ট্যালন লিখিত দ্যা এক্সপেন্ডেবলস টু ২০১০ এর এ্যাকশন মুভি দ্যা এক্সপেন্ডেবলস এর সিকুয়েল। মুভিটি এই বছরের আগস্টের ১৭ তারিখে মুক্তি পাবে। অধীর হয়ে অপেক্ষায় আছি ছবিটি দেখার জন্য। ১০০ মিলিয়ন ডলার বাজেট ও একই সাথে এতগুলো এ্যাকশন হিরো কে এক পর্দাতে দেখার লোভ সামলানো দায়। প্রথম পর্বের থেকে দ্বিতীয়টি আরও এক্সায়টেড হবে নিশ্চয়। আগে থেকে প্লান করে রেখেছি মুভিটি সিনেমা হলে গিয়ে দেখব বলে। সারজাতে বেশ কিছু সিনেমা হল আছে। তার মধ্যে সারজা মেগা মলের গ্রান্ড সিনেমা সু পরিচিত। কেন জানি এ হলটি ছাড়া অন্য কোন হলে ছবি দেখতে ভাল লাগে না আমার। যাইহোক ছবির ক্যারেক্টার পোষ্টারগুলি দেখুন।
Jason Statham সিনেমাতে Lee Christmas
Sylvester Stallone সিনেমাত Barney Ross
Jet Li সিনেমাতে Yin Yang
Chuck Norris সিনেমাতে Booker
Terry Crews সিনেমাতে Hale Caesar
Jean-Claude Van Damme সিনেমাতে Jean Vilain
Liam Hemsworth সিনেমাতে Billy the Kid
Bruce Willis সিনেমাতে Mr. Church
Randy Couture সিনেমাতে Toll Road
Yu Nan সিনেমাতে Maggie
Arnold Schwarzenegger সিনেমাতে Trent Mauser
Dolph Lundgren সিনেমাতে Gunnar Jensen
Scott Adkins সিনেমাতে Hector রুপে দেখা যাবে।ভিলেনের ডান হাত।
আপাতদৃষ্টিতে সাধারণ একটি কাজ গ্রহণ করার পরে Mr. Church (ব্রুস উইলিস),দ্যা এক্সপেন্ডেবলস খুজে বের করে তাদের রীতির বিরুদ্ধে যাওয়া পরিকল্পনাকারিকে Jean Vilain (জাঁ-ক্লদ ভ্যান ডেম) । যে তাদের বিরুদ্ধে গিয়ে ভাড়াটে সৈনিক হিসাবে নৃশংসভাবে নিজের প্রতিদ্বন্দ্বীদের একেরপর এক হত্যা করছে। দ্যা এক্সপেন্ডেবলস তাদের
শত্রুপক্ষীয় অঞ্চল ভাগ করে এবং সঙ্গে তাদের নতুন সদস্য Billy the Kid (লিয়াম হোমসওর্থ) এবং Maggie (ইউ নান) ও মারাত্মক সব অস্ত্র সস্ত্র নিয়ে যে তাদের ভাইকে হত্যা করেছে সেই ভিলেনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে প্রস্তুত হয়।
দ্যা এক্সপেন্ডেবলস টু ট্রেলার
আগের পোষ্ট
বাংলা নববর্ষ,বৈশাখের ইতিকথা
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১২ সকাল ১১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




