পঞ্চগড় সদর উপজেলার মাধুপাড়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আজ বুধবার বিকেলে বাংলাদেশি কৃষক ইসলাম মিয়া নিহত হয়েছেন।
বিডিআর ও সীমান্তবাসীরা জানায়, ৭৪৮ মেইন পিলারের ২৫ ও ২৬ সাব-পিলারের মধ্যবর্তী স্থানে মাধুপাড়া গ্রামের ইলিয়াস মিয়া ঘাস কাটতে যান। এ সময় ভারতের সিঙ্গিমারী সীমান্ত ফাঁড়ির বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি করেন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
বিএসএফের সদস্যরা তাঁর লাশ নিয়ে যান। ২৫ রাইফেলস ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর এ কে এম হাসিবুল হোসেন ঘটনার কথা নিশ্চিত করে বলেন, প্রতিবাদ জানিয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। এ ছাড়া কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত নেওয়ার প্রস্তুতি চলছে।লাশ হয়ত ফেরত পাওয়া যাবে কিন্তু জীবন কি ফিরিয়ে নেয়া সম্ভব? (এ ভাবে লাশ পড়বে পতাকা বৈঠক হবে, লাশ ফিরিয়ে নিয়ে আসবে। আবার লাশ পড়বে আবার আনবে তারপর তারপর...... এমনি করে চলবে কি আমাদের সীমান্তের আইন? ইশ্বর, আমরা তোমার কাছে আর্শ্বিবাদ চাইনা, চাইনা কোন ঘৃনা, জীবন দাও তুমি তাই এর তৃতীয় পথও তুমি দিবা।)
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১০ বিকাল ৩:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



