হুমায়ূন আহমেদে
‘আমি মাঝেমধ্যে কিছু টাকা-পয়সা জমাই। জমানো টাকার পরিমাণ যখন বেশি হয়, তখন ছবি বানিয়ে তা নষ্ট করি। বই লিখে আর ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করে বেশ কিছু টাকা পেয়েছি, সেসব এবার খরচ করব ছবি তৈরির পেছনে। ছবির আয়োজন মোটামুটি সম্পন্ন।’ বললেন হুমায়ূন আহমেদ। সম্প্রতি তিনি শেষ করেছেন তাঁর নতুন ছবির চিত্রনাট্য লেখার কাজ। ছবির নাম ঘেঁটু পুত্র কমলা।
জানালেন, নুহাশ পল্লিতে খুব শিগগিরই শুরু হবে ছবিটির চিত্রধারণের কাজ।
হুমায়ূন আহমেদ জানিয়েছেন, ছবির অভিনয়শিল্পীরা মোটামুটি চূড়ান্ত হয়ে গেছেন। ছবির প্রধান একটি চরিত্রে অভিনয় করবেন শিশুশিল্পী মামুন। আরও অভিনয় করবেন তারিক আনাম খান। ছবিতে নতুন মুখ থাকবে বেশ কয়েকটি।
তিনি জানান, ঘাটু বা ঘেঁটু গান ময়মনসিংহের বিলুপ্ত একটি ধারা। এ গানে শিশুরা মেয়ে সেজে গান পরিবেশন করে। এমন একজন ঘেঁটু শিল্পীকে নিয়েই গড়ে উঠেছে ছবির কাহিনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



