ক্যামু, টলস্টয়, সুনীল বা মান্টোর একটি বই
নির্জন নীল সমুদ্রতটে সৈকত-ছাতার ছায়াতল, সাথে,
স্বল্পবসনা রূপসীর সাহচার্য
আর পাত্র তিনেক জারিত রক্তিম দ্রাক্ষা রস।
আমি এর চেয়ে বেশী কিছু চাইনি কখনো
তাছাড়া, আর কিছু দিয়ে করবোই বা কি?
আমি যে প্রবৃতি তাড়িত এক অভাজন
যার শতভাগ সহজাত।
আমি ডুবি দক্ষ গল্পকারের সৃষ্টির ভেতর,
সমুদ্রের নীল রঙ এ,
অগ্নিজলের পেয়ালাতে,
আর,
আহ,
রূপসীর ব্রিড়া আর সৈষ্ঠবে।
আমার ভাসতে ইচ্ছে করে না কখনোই
যখন ভাসতে হয়ই,
এমন হয় যেন আমি ডাংগার মাছ।
আমার জীবন এই চৌমাত্রিকতাতেই।
আমি যে ইন্দ্রিয় পরায়ন অভাজন, অতি।
২৫ নভেম্বর, ২০১৯, আই ডি বি ভবন, সকাল সাড়ে দশটা ।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩১