সৌমেন ধর
কিছু বাস্তবতা রূপকথা হয়
তুচ্ছ কোন মোহরের লোভে নতজানু
অনেকের ব্যর্থতার ত্রুটি থাকে
সে'ই সত্য হীরার অধিক দামী, দেহে
যার আলোর কণিকা প্রাণ ফিরে পায়
আমৃত্যু দৃষ্টির শক্তি নিয়ে থাকা
একজোড়া চোখ, চলার ক্ষমতা নিয়ে
চরণ যুগল, আর কর্মতৎপর হস্ত -
যুগলের কাছে মুল্যহীন কত কিছু
বেঁচে থাকা মানুষের মৃত্যুটাই বড়
অপ্রিয় সে পথ তবু নিকটবর্তী হয়।
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




