সে তোমার- তোমাদের কাছে মূল্যহীন হতে পারে
যা কিছু আঁকতে থাকি, হয়তো বিমূর্ত লাগে
অগ্রজ ফেরারি আলো আত্মহণনের কালে
গোপনে জানালো- শকুন্তলা, তুমি এই জীবনের
অপার্থিব আলো-আমি যে নিকষ কালো..
তবু এই চোরা ক্ষুধা আমাকেই গিলে খেলো।
সে কথা এখন আর গোপনীয় নেই।
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১২ ভোর ৪:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




