আজারবাইজান কতর্ৃপ গত নভেম্বর 24, 2006 শুক্রবার দেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় বেসরকারি টেলিভিশন ও বেতারকেন্দ্র এএনএসের সমপ্রচার বন্দ করে দিয়েছে। পশ্চিমা পর্যবেকেরা এ পদেেপর নিন্দা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। খবর এমফপির।
জাতীয় টেলিভিশন ও রেডিও কাউন্সিলের (এনটিআরসি) এক বিবৃতিতে বলা হয়, এএনএস নীতিমালা লঙ্ঘন করেছে। তারা কর দিতে ব্যর্থ হয়েছে এবং এর ফ্রিকোয়েন্সি পশ্চিমা সমপ্রচারকারীদের কাছে বিক্রি করে দেওয়ার প্রস্তাব দিয়েছে। অথচ পশ্চিমা ওই সমপ্রচারকারীদের আজারবাইজানে কার্যক্রম পরিচালনার অনুমতি নেই।
এএনএস বিবিসি এবং মার্কিন রেডিও লিবার্টি ও ভয়েস অব আমেরিকার কাছ থেকে অনুষ্ঠান সংগ্রহ করে তাদের রেডিও সমপ্রচার কার্যক্রম চালাত। এনটিআরসির চেয়ারম্যান নুশিরিভান ম্যাগারামলি বলেন, এএনএস গ্রুপ অব কোম্পানিজ নিজেকে আইনের উধের্্ব রাখার চেষ্টা করেছে। একদিকে তারা নিজেদেরকে গণতন্ত্রের অগ্রদূত বলে প্রচার করেছে, অপরদিকে আবার নঅতিমালা লঙ্ঘন করেছে।
এএনএসের প্রেসিডেন্ট ভাখিদ মুস্তফেইয়েভ সাংবাদিকদের বলেন, জনগণকে বস্তুনিষ্ঠ তথ্য থেকে বঞ্চিত করার জন্য এ পদপে নেওয়া হয়েছে। তবে তিনি বলেন, 'আমাদের অধিকার পুনরুদ্ধারে আমরা সব পদপে গ্রহণ করবো।' মুস্তফেইয়েভের একজন উপদেষ্টা জানান, এএনএস এ পদেেপর বিরুদ্ধে আদালতে আপিল করবে।
ইউরোপের অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশনের প্রতিনিধি মৌরিজিও প্যাভেসি বলেন, 'আজারবাইজানে বস্তুনিষ্ঠ অনুষ্ঠান সমপ্রচারের জন্য এএনএসের নাম ব্যাপকভাবে সমাদৃত। অথচ সেটি বন্ধ করে দেওয়ায় আমি গভীরভাবে উদ্বিগ্ন।'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



