এসব জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে।অথচ আমরা ঢাকার ১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়া সত্বেও আমরা আমাদের আবাসন সংকটের এখনো কোন সমাধান পাইনি।আমাদের বিশ্ববিদ্যালয়ের অর্থ আমাদের নানাবিধ সমাধানের জন্য ব্যবহার না করে তৈল মর্দনের কাজে ব্যবহৃত হচ্ছে।আমাদের আবাসন সমস্যা সমাধানের জন্য হল উদ্ধারের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে জমি ক্রয় অথবা লীজ নিয়ে হল নির্মাণের ব্যবস্থা করুক কর্তৃপক্ষ।বুয়েটও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়া জমিতে তাদের শিক্ষা-কার্যক্রম পরিচালনা করছে।দুঃখের বিষয়,আমাদের শিক্ষাগুরুদেরও আবাসন সুবিধা দেয়া হয়নি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া সত্বেও।
আমাদের পরিবহন সংকট এবং শিক্ষকদের পরিবহনের বেহাল অবস্থাও চোখে পড়ার মত।আমাদের বিশ্ববিদ্যালয় নানাবিধ সমস্যায় জর্জরিত হওয়া সত্বেও কর্তৃপক্ষ উদাসীন এবং তৈল মর্দনে ব্যস্ত।তাই পার্শবর্তী বাংলাদেশ ব্যাংক,জজ কোর্ট,জেলা প্রশাসকের কার্যালয় আজও আমাদের নাকের ডগায় অবস্থিত,যদিও সব আমাদেরই সম্পদ।আমাদের ক্যাম্পাসের সামনে গাড়ি,রিকশা বেপরোয়াভাবে চলে।একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এখন পর্যন্ত সৃষ্টি করতে পারেনি আমাদের তৈল মর্দনকারী কর্তৃপক্ষ,আদৌ করতে পারবে কিনা সন্দেহ!!!
অবশেষে এইটুকুই প্রার্থণা করি, কর্তৃপক্ষকে সুবিবেচনার শক্তি দান কর।
courtesy to:Sumaya Nipu

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




