ল্যাম্পপোস্টের আলো , কয়েকটি দাঁড়কাক ;
দূরে তুমি -আমি ,শূন্যতায় মাঝভাগ ।
ফুটপাথে দোকানি হাঁক ছাড়ে ......
দেখে নেন একশ , বাইছা নেন একশো ।
পথিকের পায়ে হাঁটা থামেনা ,
নিরন্তর ছুটে চলে ।
ল্যাম্পপোস্টের আলোয় কয়েকটি তরুণী ,
কাঁধে ঝোলানো কালো ব্যাগ ।
ইশারায় ডাক দিয়ে যায় ,
নিশিথ রাতে আমার ঢাকায় –
বৃষ্টি পড়ে ফোঁটায় ফোঁটায় ।
অধরা কাকীর ব্লাউজের ভাঁজে ভাঁজে –
যৌবনের রেখা ফুটে ওঠে ,
মাতাল একটানা উগ্র অনুভুতি
চারিদিক ঘিরে রাখে ।
ল্যাম্পপোস্টের আলো , পিছে দীর্ঘ পথ ;
একটি তারার খোঁজে, ছুটে চলি প্রতিরাত ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




