Lionel Leo Messi, ২২ বছর বয়সি এই খেলোয়াড ইতিমদ্দে ফুতবল ইতিহাস স্তান নিয়েছেন।পেয়েছেন ইউরোপিয়ান সেরা খেলোয়াড ২০০৯, বিশ্বসেরা খেলোয়াড ২০০৯ সীকৃতি। স্পানিশ এই নাগরিক তার ক্লাবের[ বারসেলনা] অসুন্তুস্টি সত্তে ২০০৮ সালে এই স্প্যনিশ নাগরকি তার মাতৃভূমি আর্জেন্টিনার পক্ষ হয়ে বেইজিং অলিম্পক এ খেলার সিদ্বান্ত নেয়।কিন্তু পরিতাপের বিষয় তাকে আর্জেন্টিনিয়ানরা সত্তিকার আর্জেন্টিনিয়ান হিসাবে মেনে নিতে পারে নি। যার প্রতিচ্চবি দেখা গেসে বিভিন্ন দেয়াল লিখনির মদ্দে, যেখানে লিখা হয় মেসি সত্তকার আর্জেন্টিনিয়ান নাহ এবং একজন সমকামি।আমি অবাক হবো না এটা দেখার পর যদি মেসির মনে করে স্প্যানের বদলে আর্জেন্টিনার জন্য খেলার সিদ্বান্ত মস্ত বড ভুল।সবচেয়ে হাস্যকর ব্যপার হলো গত অক্টবরে বাছাইপর্বে তে আর্জেন্টিনিয়ানিয়ানরা মেসি না খেলিয়ে তার পরিবর্তে ৩৬ বছর বয়ষ্ক স্ট্রাইকার মারটিন পালেরমোর ইচ্ছা প্রকাশ করে।
যদিও এটা সত্যি যে মেসি অনেক অনেক গুন ভাল খেলে যখন সে বারসেলনার জন্য খেলে।কিন্ত এখন সবচেয়ে বড় এবং রহস্যকর প্রশ্ন হচ্ছে কেন বারসেলনার এই তুফান খেলোয়াড কেন নির্জিব হয়ে যায় যখন সে নীল সাদার জার্সি পরে সে ম্যরাডনার তত্তাবধায়নে খেলে। উত্তর দুটি।প্রথম উত্তর হচ্ছে তার সহখেলোয়াডদের পারফরমেন্স। দ্বিতীয় উত্ত্র হচ্ছে ম্যরাডনা এবং মেসির সম্পর্ক।
আর্জেন্টিনিয়ান সাংবাদিক গুইলেরমোর মতে মেসি বারসেলনাতে তার আসে পাশে থাকে অনেক অভিজ্ঞ, দক্ষ এবং ভাল প্রসিক্ষন প্রাপ্ত খেলোয়াড।তাকে বল দেয়ার জন্য রয়েছে Andres Iniesta এবং Xavi , তাদের পিছনে থাকে Sergio Busquets এবং Yaya toure। এবং এদের প্রত্তেয়েকে অসাধারন খেলোয়াড। এর কিছুয় হয়তো আর্জেন্টিনার দলের মদ্দে মেসি পায় নাহ।আর্জেন্টিনার মুল শক্তি হচ্ছে ফরয়াড লাইন এ । মেসির পাশাপাশি আছে carlos tevez, gunzalo higuian এবং Sergio Aguero। তাদের সবচেয়ে বড দু্রবলতা হচ্ছে মিডফিল্ড।আর্জেন্টিনার এমন কোন মিডফিল্ডার নেয় যে Xavir মত খেলতে পারে।jaun Veron কে xavir কাছাকাছি ধরা যায় কিন্তু তার প্রায় অবসরের সময় হয়ে গেছে।
অন্যদিকে দক্ষ্য মিডফিল্ডার Juan Roman requelme সাথে ম্যরাডনার সম্পর্ক এমন পরযায়ে গেছে যে সে বলে দিয়েছে কখনো ম্যরাডনার জন্য খেলবেনা।যে কিনা মেসি ব্যাকআপ দেয়ার ক্ষমতা রাখে। মেসির সাথে ও ম্যরাডনার সম্পর্ক অনেকে খারাপ পরযায়ে চলে গেছে। ২০০৮ সালের শেষের দিকে এক টিভি সাক্ষাতকার এ ম্যরাডোনা মন্তব্য করেন “ অনেক সময় মেসি টিম কে বাদ দিয়ে শুধু তার জন্য খেলে।আরেক সাক্ষাতকারে তিনি বলেন এটা প্রায় নিশ্চিত যে মেসি হবে আমার প্রথম সারির খেলোয়াড। ওয়াল্ড প্লেয়ার ২০০৯, মেসির মত খেলয়াড কে প্রায় নিশ্চিত বলা গাজা খুরি ছারা আর কি?
মেসির পিতা সাবেক আর্জেন্টিনিয়ান খেলোয়াডকে জানান যে তার সন্তান ম্যরাডোনার সাথে অসশ্তি বধ করে । ম্যরাডনা তার সংগে কথা বলে নাহ। ম্যরাডোনার এই আচরনে সে খুশি নাহ। মেসি সত্তিকার এ জানে নাহ সে মাঠের কোন অবস্থান এ খেলবে”।আর্জেন্টিনার দুই খেলোয়াড বলেছেন যে ম্যরাডনা নিয়মিত মেসি কে undermines করে
আর্জেন্টিনার ফুতবল কিংবদন্তি ম্যরাডোনের ভয় মেসি হয়তো মিডিয়ার আলোচনার বিষয়বশ্ত হয়ে যাবে, তার চাইতে মেসির বেশি চরচা হবে। তার সবচেয়ে বেশি ভয় আর্জেন্টিনার ফুতবল ইতিহাসে মেসি তার যায়গায় স্তান নিয়ে নিবে যদি মেসি এই বিশ্বকাপ এ চমক দেখাতে ।ম্যরাডোনার এই প্রতিহিংসা আর্জেন্টিনার বিশাল ক্ষতির কারন হতে পারে। পারে। যেখানে বারচেলনার কোচ pep guardiola মেসির প্রসংশায় সবসময় পঞ্চমুখ সেখানে ম্যরাডোনা আচরন সত্যি দঃক্ষজনক।
সুত্রঃ
the sunday times, woldcup2010, may 10,2010, page 14-17

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



