নিচের টপ ১০ লিস্ট টি স্থান কালের ঊর্ধ্বে নয়। এবারের ভ্যালেন্টাইনস ডে তে যে সব রোমান্স নির্ভর মুভিগুলো আবার দেখতে ইচ্ছা করছে তারই পর্যায়ক্রমিক একটি লিস্ট বলতে পারেন। মুভির গুণাগুণ যে এক্ষেত্রে খুবই গৌণ একটি বিষয় তা আগেভাগেই বলে নিলাম। এরকম একটি লিস্ট আপনারাও বানিয়ে ফেলুন এবং সবার সাথে শেয়ার করুন আপনার ভ্যালেন্টাইন ২০১১ টপ টেন।
১০. Keith (2008)

IMDB rating: 7.5/10
Source (IMDB) link
১৭ বছরের Natalie (Elisabeth Harnois)'র ঈর্ষনীয় একটি জীবন। তার বর্তমান যেমন সমৃদ্ধ ভবিষ্যৎ তেমনি আলোকিত, ছকে বাঁধা। সে পড়াশোনায়, সৌন্দর্যে ও জনপ্রিয়তায় অনন্য। তার বয়ফ্রেন্ড স্কুলের বড় অ্যাথলেট। জীবনে আর কি লাগে? যাই লাগুক, অন্তত Keith (Jesse McCartney) এর মত কাউকে অবশ্যই না। Keith এর জীবন অগোছালো, দৃশ্যত সম্ভাবনাহীন। এমন কাউকে Natalie'র ভালো লাগার প্রশ্নই আসেনা। কিন্তু Keith এর রহস্যময়তা, দুর্বিনীত ভাব আর দুর্বোধ্যতায় Natalie বিভ্রান্ত হয়। Natalie তার জীবনে Keith এর আবির্ভাব বাইরে বাইরে প্রতিহত করে চলে কিন্তু ভিতরে ভিতরে সে কি পারে? মুভিটি কালজয়ী নয়, হয়তো কিছুটা ক্লিশেও। তবু এর কাহিনী, সংলাপ, মিউজিক হৃদয় ছঁুয়ে যায়।
৯. Blue Valentine (2010)

IMDB rating: 7.9/10
Source (IMDB) link
হঠাৎ মেয়েটিকে প্রথম দেখা, তাকে কাছে পেতে ছেলেটির আগ্রহ, ছেলেটির মধ্যে মনের মানুষের খঁোজ পাওয়া, অতঃপর প্রেম, বিয়ে, সন্তান, জীবন দর্শনের সংঘাত, বাড়তে থাকা দূরত্ব। কাহিনী অামাদের অজানা নয় বরং খুবই বাস্তব। পরিচালক এই বড় বাস্তবতাকেই হলিউডি মুভিতে তুলে এনে সাহসিকতার পরিচয় দিয়েছেন। এই মুভিটা দেখা শেষ করে মনে হবে, কেন জীবনটা এমন?
৮. Cashback (2006)

IMDB Rating: 7.5/10
Source link
ভালবাসার মানুষকে হারিয়ে ভেঙে পড়ে Ben (Sean Biggerstaff)। তার রাত কাটে নির্ঘুম। এই ইনসোমনিয়ার কারণে তার দৈনন্দিন জীবনে বাড়তি ৮টি ঘন্টা যোগ হয়। সময় কাটাতে সে কাজ নেয় লেট নাইট সুপারস্টোরে। সেখানেই শুরু হয় তার অসাধারণ ও শৈল্পিক কল্পনাবিলাস। তার কল্পনায় নারী, নারীদেহ ও তাদের সৌন্দর্যের খুটিনাটি অসাধারণ উচ্চতা পায় । সেই উচ্চতা থেকে সে খুঁজে পায় শ্রেষ্ঠ নারীকে। আমি ব্যক্তিগতভাবে খুবই কল্পনাবিলাসী। মুভিটা তাই হয়তো আমার এত ভালো লাগে।
৭. Chasing Amy (1997)

IMDB Rating: 7.5/10
Source link
দুই কমিক বুক আর্টিস্ট। ছেলেটি মেয়েটিকে ভালোবেসে ফেলে। কিন্তু তার ভালবাসায় বিপর্যয় নেমে আসে যখন সে জানতে পারে মেয়েটি একজন লেসিবয়ান। মুভিটির কাহিনীর দর্শন অনেক গভীর। এধরনের হলিউডি মুভি অনেকটা হালকা ধরনের কমেডি হয়ে থাকে। এই মুভিটা ব্যতিক্রম।
৬. Roman Holiday (1953)

IMDB Rating: 8.1/10
Source link
এই মুভি নিয়ে নতুন করে বলার কিছুই নেই। অসাধারণ একটি মুভি।
৫. 500 days of summer (2009)

IMDB Rating: 8/10
Source link
এই মুভিতে নারী-পুরুষের মধ্যে ভালবাসার সবচাইতে গূঢ় ব্যাপারটা সাবলীলভাবে উপস্থাপিত হয়েছে। একজন মেয়ে যে বিশ্বাস করে প্রকৃত ভালবাসা বলে কিছু নেই তারই প্রেমে পড়ে একটি ছেলে। অতঃপর ছেলেটির আন্তরিকতার জন্য দুজনের কাছে আসা এবং তাদের মধ্যে ভালবাসার কুঁড়ি একটু একটু করে বেড়ে ওঠা - এ পর্যন্ত হয়তো সবটাই গতানুগতিক। কিন্তু আমি যাকে ভালবাসা শিখাবো সে যে আমারই হবে, আমার শিখানো ভালবাসা আমাকেই ফেরত দিবে তা কিন্তু শাশ্বত নয়। ব্যাপারটা দুঃখজনক ও হৃদয়বিদারক সন্দেহ নেই। মুভির ছেলেটিও শিশুসুলভ অভিমানে মেয়েটির ভালবাসাকে নিজের অধিকার বলে ভেবেছে। দর্শকের দৃষ্টিতে মেয়েটি হয়েছে ভিলেন। কাহিনীর শেষ টা অনভিপ্রেত কিন্তু খুবই বাস্তব। অনেকের জীবনের সাথেই হয়তো মিলে যাবে।
৪. Casablanca (1942)

IMDB Rating: 8.8/10
Source link
এই মুভি নিয়ে বলে শেষ করা যাবেনা। কালজয়ী একটি মুভি।
৩. The girl next door (2004)

IMDB Rating: 6.9/10
Source Link
ক্রিটিক রা যতই চিল্লাচিল্লি করুক মুভিটা আমার বেশ লাগে। কাউকে ভালবাসা, তাকে ভুল বোঝা, সেই ভুল শোধরাতে সব উজাড় করে চেষ্টা করা - এই সব কিছুতেই ভালবাসার জয়গান থাকে। ভালো না লেগে উপায় নেই। মুভিটির গল্প, সংলাপ, কাহিনীর বাঁক সবই আকর্ষণীয়। আর সবচেয়ে আকর্ষণীয় বোধ করি Elisha Cuthbert এর মোহনীয় উপস্থিতি। এই মুভিটা আমার অসম্ভব প্রিয়।
২. Almost Famous (2000)

IMDB Rating: 8/10
Source link
আমি 70s, 80s এর রক মিউজিকের একজন বড় ফ্যান। তবে এই মুভিটি মিউজিক নিয়ে নয়। মিউজিশিয়ানরা স্টেজে পারফরম করেন। আমরা বাইরে থেকে তাদের গান শুনি, েদখি, ভালবাসি। আমাদের কারো কাছে তারা দেবতুল্য। কিন্তু স্টেজের আড়ালে তাদের আরেকটি জগত আছে। সেই জগতে ভুল আছে, ভ্রান্তি আছে, মোহ আছে, হীনতা, দীনতা আছে। স্টেজের আড়ালের সেই সব কাহিনী নিয়েই ছবি। এক কথায় অনবদ্য।
১. Eternal Sunshine of the Spotless Mind (2004)

IMDB Rating: 8.5/10
Source link
এই মুভিটি ভ্যালেন্টাইন ২০১১ এ আমার প্রিয় রোমান্টিক মুভির লিস্টে এক নাম্বারে থাকবে। কখনো কখনো মনে হয় অতীতের কোন স্মৃতি ভুলে গিয়ে নতুন করে সব শুরু করা গেলে ভালো হত। কিন্তু মনের আবেগ আর ভালবাসা আঁকড়ে রাখে অনেক স্মৃতি। একদিন যে ছিল ভালবাসার মানুষ, তাকে পরে যতই খারাপ লাগুক, যতই ভুলে যেতে চাওয়া হোক, তাকে ঘিরে থাকা ক্ষুদ্র তুচ্ছ কিছু স্মৃতি, কিছু ভালবাসা বঁেচে থাকেই। এটাই বোধহয় ভালবাসার প্রকৃত সার্থকতা আর এই মুভির প্রধান উপজীব্য।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



