তোমাকে ভালবেসে বিব্রত করার জন্য আমি দুঃখিত
এভাবে হুট করে ভালবেসে ফেলা
একদম ঠিক হয়নি আমার।
বাণিজ্যিক চলচ্চিত্রের মত
অত সহজে বিনা-কারণে যে কিছু হয়না
এ বোধ কখনো ছিল না আমার ।
গ্রহ নক্ষত্রের উপবৃত্তীয় গতিপথের মত
গণিত সর্বত্র খেলা করে।
আমাকে ক্ষমা করো বালিকা,
বেঁচে থাকার জন্য খুবি সামান্য
গণিত শিখেছি আমি।
নিশ্চয়ই এই দারুণ পৃথিবীতে
চমৎকার কারো হাত ধরে হাঁটতে তুমিও ইচ্ছুক
তোমারো আছে বলার অনেক কথা।
হয়তো, তুমিও পাওনি খুঁজে তারে
হয়তো, খুঁজছো তুমি।
তোমার মনের গতিপথ নিয়ন্ত্রন করে চলেছে কোন জটিল সমীকরণ।
নির্ভয়ে নির্ভুল এগিয়ে যাও বালিকা
সমাধান আসবেই।
হুম, গণিতের রহস্য এখানেই।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৩ রাত ১২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




