বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এ দেশের অধিকাংশ মানুষ বাস করে গ্রামে। আর গ্রামের অধিকাংশ মানুষই কৃষিজীবী। কৃষকরা কাজ করে মাঠে আর নারীরা কাজ করে বাড়িতে। পুরুষের পাশাপাশি নারী যদি কাজে এগিয়ে না আসে তাহলে আমাদের উন্নয়ন সম্ভব নয়। দেশ ও জাতির উন্নয়নের জন্য পুরুষের পাশাপাশি নারীকে এগিয়ে আসতে হবে। ইদানিং অনেক জায়গায় প্রত্যক্ষভাবে কৃষিকাজে সাহায্য করার জন্য এগিয়ে আসছে নারীরা। তারা পুরুষের সাথে পায়ে পা রেখে সমান তালে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। মাঠে ধান রোপণ করা থেকে শুরু করে সার দেয়া, আগাছা দমন, কীটনাশক ছিটানো, এমনকি ধান কাটাতে তাদের কোন আপত্তি নেই। কৃষকের মত মাথায় করে নারী আনছে বড় বড় ধানের বোঝা। অনেকে আবার বাড়ির পাশে কিংবা উঠোনে অনাবাদি জায়গায় শাক-সবজি, ফল-ফলাদির আবাদ করে সংসারে বাড়তি রোজগারের একটা পথ করে নিচ্ছে। এতে করে নিজের পরিবারের ভরণ-পোষণের পাশাপাশি অর্থনৈতিক শক্তিকে চাঙ্গা করছে এবং দেশের সামগ্রিক অর্থনীতিতেও তারা অনবদ্য ভূমিকা রাখছে। দেশের পূর্বাঞ্চলে চা শিল্পের মত এতবড় সমৃদ্ধ শিল্পখাতের পেছনেও পাহাড়ি চা শ্রমিকদের অবদান অনস্বীকার্য। এছাড়া দক্ষিণাঞ্চলে চিংড়ি চাষ, হাঁস-মুরগি পালন থেকে শুরু করে আজকে কৃষির প্রায় সকল ক্ষেত্রেই নারীর অবদান রয়েছে।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০০৯ সন্ধ্যা ৬:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



