কতদিন পরে তোমার সাথে দেখা হল?
দু'বছর হতে সাতদিন আর বাকী।
অবিকল সেই আগের মতই আছো তুমি
একটুও বদলে যাওনি।
তোমার কথায়, চলনে, ব্যক্তিত্বে
এসেছে আরো পরিপূর্ণতা।
প্রথম দর্শনে আমি যখন চোখ লুকালাম
তখনো তুমি অপলক চেয়ে আছো--
গাঢ়ো জলপাই রংয়ের শাড়ী আর লাল ব্লাউজ
কাঁধ পর্যন্ত নেমে আসা ঘন কালো চুল,
গহনাহীন, তবু তুমি অপ্সরী।
তোমার মায়াবী মুখ
যেন সূর্য স্নানের কুঞ্জকাঞ্চন
তাকাতে পারেনি আরেকবার।
আশপাশ ঘুরাঘুরি, কথার দীপ্ততা
সবটুকুতে আমারই ছিলে সেদিন
যেমন ছিলে দশ বছর আগেও।
মায়াবী মুখের দিকে তাকালে
আমি আমার পৃথিবী হারিয়ে ফেলি
মনেহয় শুধু তুমি আর আমি
শূন্য নীল আকাশ, হাতে হাত
একটু কাছাকাছি---
তুমি যদি বলতে হিমালয় ছুতে
তখন আমি তাও পারি।
দূর্বোধ্য সামাজিক রীতিনীতি সব ভেঙ্গে
তোমার হাত ধরতে বড্ড শখ,
নীতিবান সুবোধ বালকের মতই ফিরে এলাম।
ব্যথাতুর হৃদয়, ক্লান্তি আর অবষাদ নিয়ে
বারান্দায় একাকী দাঁড়িয়ে
সিক্ত দৃষ্টিতে তুমি চেয়ে আছো,
আমার ভালবাসা
হাজার বছরেও তুমি হারাবে না,
তুমিই যে আমার একমাত্র নীলপরী।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০০৯ দুপুর ১২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



