কোরআন এমন এক উপদেশ দাতা, যে কখনো প্রতারণা করে না. এমন এক পথ প্রদর্শক, যে কখনো পথভ্রষ্ট করে না, এমন এক কবি যে কখনো অতিশয়োক্তি করে না.
জীবনকে যে খুব বেশি আকড়ে ধরে সে জীবনের উত্থান- পতন দ্বারা আক্রান্ত হয়.
তিনটি কারণে জীবন দুঃখময় হয়. প্রতিহিংসাপরায়নতা, ঈর্ষা এবং চরিত্রহিনতায়.
ক্রোধ থেকে সাবধান, ক্রোধ শুরু হয় উন্মাদনা দিয়ে , শেষ হয় অনুশোচনায়.
কথা ঔষধের মত, পরিনামে অল্প হলে উপকার হয়, আর বেশি হলে মারাত্মক হয়.
প্রত্যেকদিন বেহেশতের একজন ফিরিশতা চিত্কার করে বলে , " হে দুনিয়ার মানুষ! তোমরা সন্তানের জন্ম দাও মৃত্যুর জন্য, নির্মান করো ধংসের জন্য , এবং সকলে সমবেত হয় প্রস্থান এর জন্য."
মুর্খের সাথে বন্ধুত্ব করো না, সে তোমার ভালো করতে চাইলেও করবে খারাপ. কৃপনের সাথে বন্ধুত্ব করো না কারণ তোমার চরম প্রয়োজনে সে তোমাকে ছেড়ে চলে যাবে. খারাপ লোকের সাথে বন্ধুত্ব করো না, সে তোমাকে ও তোমার বন্ধুত্বকে খুব কম মূল্যে বিক্রয় করবে. মিথ্যুক এর সাথে বন্ধুত্ব করো না, মরীচিকার মত সে দুরের জিনিসকে তোমার কাছে উপস্থাপন করবে খুব কাছের মত করে, এবং কাছের জিনিসকে দেখাবে খুব দুরের মত করে.
বুদ্ধিমান প্রথমে চিন্তা করে পরে কথা বলে, মুর্খ প্রথম কথা বলে পরে চিন্তা করে
অপরাধ করে অনুতপ্ত হওয়া , ভালো কাজ করে উদ্ধত হওয়ার চেয়ে উত্তম.
দুরদর্শিতার ফলাফল হলো সাফল্য, দূরদর্শিতা নির্ভর করে গভীর চিন্তা ভাবনা এবং সঠিক পরিকল্পনার উপর, সঠিক পরিকল্পনা নির্ভর করে নিজের গোপনীয়তা বজায় রাখার উপর.
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১২ বিকাল ৫:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



