আপনারা কেউ কি ভেবে দেখেছেন যে এতগুলো tv চ্যানেল এবং newspapaer এর সাংবাদিকরা পুরো ঘটনাটার ভিডিও করেছেন , ছবি তুলেছেন একজন ও কেউ কেন এগিয়ে গেলেন না বিশ্বজিত কে বাঁচাতে
, মানুষ বাঁচানোর চেয়েও কি চ্যানেল এর জন্য খবর সংগ্রহ করাটা বেশি জরুরি ছিল? উপস্থিত সব সাংবাদিক যদি এগিয়ে যেতেন তাহলে কি বিশ্বজিত কে বাচানো যেত না? তারা কি এর দায় এড়াতে পারবেন? নাকি মানুষের জীবনের চেয়েও রাতের টক্ শো এর টপিক খোজা তাদের জন্য বেশি জরুরি? পুলিশ এর কথা বলছি না, কারণ এরা আর মানুষ নেই , পশুও লজ্জা পাবে নিজেকে পুলিশ বলে পরিচয় দিতে। সব হলো সুবিধাবাদী - সাংবাদিক, বুদ্ধির ঢেকিবুদ্দিজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নামধারী কিছু ভন্ড। মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল অতি সাধারণ খেটে খাওয়া মানুষ, কৃষক , সাধারণ ছাত্র আর এদের প্রানের বিনিময় উপভোগ করছে মুষ্টিমেয় কিছু মানুষ, আজও আমরা একই চিত্র দেখতে পাচ্ছি। সময় এসেছে নতুন প্রজন্মের সামনে এইসব ভন্ডদের মুখোশ উন্মোচন করার।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



