এটা একটা কুহকের গল্প হতে পারতো।
হয়েছে একটা অতিরিক্ত ভোজন বিলাসে
চামড়া উঠে যাওয়া কুকুরের গল্প;
যার আদ্যোপান্তই গো-গ্রাসে খাওয়ার মাদকতা।
এটা একটা কল্প বিলাসী মায়াবীনির গল্প হতে পারতো।
হয়েছে একটা অপরিপক্ক প্রেমের গর্ভপাত হওয়ার গল্প;
যার পুরোটাই বিনীদ্র রজনীর দুঃসহবাসের এপাশ-ওপাশ।
এটা অনায়েসেই উচ্ছলতায় আক্রান্ত রেল লাইনের
উদাম বাচ্চাদের দৌড়াদৌড়ির গল্প হতে পারতো।
রচিত হয়েছে অশ্রাব্য মহাকাব্য;
যার আগাগোড়াই কদাকার কিছু রাঘব বোয়ালদের
নির্লজ্জ আলিঙ্গনে লুটেপুটে খাবার পাঁয়তারা।
এটা একটা শান্তিকামী জনমানুষের
বলাকার মতো উড়ে যাবার গল্প হতে পারতো।
সেটা হয়নি। পরিগনিত হয়েছে
কিছু রক্তচক্ষুর লোলুপ দৃষ্টিতে বক্ষ বিদীর্ণ করার গল্প;
যার আপাদমস্তক গণতন্ত্রের লেবাসে ঢাকা।
এটা একটা ধান শালিকে মূখরিত
সবুজাভ গ্রামের গল্প হতে পারতো।
প্রতীয়মান হয়েছে অহেতুক পৃষ্ঠপোষকতায়
নাগরিক জীবনের বেলেল্লাপনার গল্প;
যা সর্বোপরি স্বকীয়তাকে শিকায় তুলে রাখার নামান্তর।
এটা একটা কৈশোরোত্তীর্ণ অলংকারে
স্বপ্নীল ভালোবাসার গল্প হতে পারতো।
রচিত হয়েছে মননশীলতাকে পেছনে ফেলে শরীর পুজার কাহিনী;
যার শেষ অধ্যায়টুকুও মথিত হায়েনার দৃষ্টিতে।
এটা একটা মুক্তিযুদ্ধের বিজয় গাঁথার গল্প হতো পারতো।
হয়নি। অনন্যোপায় অশ্রুজলের অবগাহনে,
হত্যাযজ্ঞের স্তুপে দাড়িয়ে রচিত হয়েছে
ধিকৃত কিছু পিশাচের গল্প;
যার ঐতিহাসিক নাম রাজাকার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



