তোমাকে যতবারই দেখি, স্তব্ধ হয়ে যাই।
আর ভাবি তোমার আয়তনেত্রপানে নির্নিমেষে
হাজারবার সংবরন করি অহেতুক অভিলাষে।
আমার এই বিশ্ব চরাচরে কোথাও পাই না
আলোকিত কোন স্বপ্ন লোকের ভেলা,
তবুও কেন যেন অনন্যোপায় আকাশনীল তরনীতে
মিশে যাই আর চলকে পড়া উচ্ছসিত ভাবনায় ডুবে যাই;
এতোদিনে তুমি পুরনো হয়ে গেছ অনেক
তবু প্রতিবারই আবিষ্কার করি নতুনরূপে,
প্রলয়ংকারী নব আশংকায়;
দুর্ভেদ্য প্রাচীরের ঐপারে বসে তুমি প্রায়শ্চিত্ব কর
তোমার কুলুষিত প্রেমাষ্পদের অহমিকায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



